বায়ার্নের গোল উৎসব, রিয়ালের ড্র

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার টটেনহামের বিপক্ষে গোল করায় রাবর্তো লেভানদভস্কি ও সের্গেই জিনারিকে ঘিরে বিজয় উৎসব করছেন ফিলিপে কুতিনহোরা। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক শুরুটা ছিল টটেনহাম হটস্পারের জন্য আশা জাগানিয়া। সন হিয়ুন-মিনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি। পিছিয়ে পড়ে যেন জেগে উঠে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে জার্মান ক্লাবটি যেন মেতে উঠে গোল উৎসবে। সের্গেই জিনারির হ্যাটট্রিক আর রাবর্তো লেভানদভস্কির জোড়া লক্ষ্যভেদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গতবারের রানার্সআপ টটেনহামকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। আর ক্লাব বুগের বিপক্ষে নাটকীয়ভাবে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। একই রাতের অন্য গ্রম্নপের ম্যাচে যথারীতি জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও পিএসজি। গ্রম্নপ পর্বের ড্র দেখেই বোঝা গিয়েছিল বিপদের মুখোমুখি হতে পারে টটেনহাম। আগের ম্যাচে ড্র করে বায়ার্নের মুখোমুখি হয়ে পরিস্থিতি এখন আরও কোণঠাসা হয়েছে স্পারদের। ম্যাচের শুরুতে অবশ্য ১২ মিনিটে সন হিয়ুন মিনের গোলে এগিয়ে গেলেও পরে শুধু আধিপত্য ছিল বায়ার্নের। ১৫ মিনিটে কিমিচ সমতা ফেরালে রবার্ত লেভানদোস্কি ৪৫ মিনিটে করেন দ্বিতীয় গোল। পরের অর্ধে হ্যাটট্রিক করে টটেনহামের রক্ষণ চূর্ণ করেছেন জিনারি। এই অর্ধের ৬১ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন একটি গোল শোধ দিলেও ৫৩, ৫৫, ৮৩ ও ৮৮ মিনিটে বায়ার্ন উইঙ্গার জিনারি একাই চারটি গোল করে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি ম্যাচে ফেরার। ৮৭ মিনিটে লেভানদোস্কি দেখা পান জোড়া গোলের। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম। এদিকে গ্রম্নপ ডি-তে বৃষ্টিঝরা রাতে জয় দিয়ে টেবিলের শীর্ষে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদের জুভেন্টাস। লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। অ্যাটলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর আক্রমণে জুটিবদ্ধ হয়েছিলেন হিগুয়েইন ও রোনালদো। তাতে ফল পেতে বেশি সময়ও লাগেনি। ১৭ মিনিটে হিগুয়েইনের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৬১ মিনিটে বের্নারদেস্কি ও ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। আর 'এ' গ্রম্নপে গ্যালাতেসারাইকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। একমাত্র গোলটি করেছেন মাউরো ইকার্দি। ম্যানচেস্টার সিটিও দাপুটে জয় নিয়ে রয়েছে শীর্ষে। ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। অপরদিকে ক্লাব বুগে ইতিহাস গড়তে পারল না সান্তিয়াগো বার্নাবু্যতে। বরং নাটকীয় ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে শেষ রক্ষা হয়েছে রিয়াল মাদ্রিদের। দুই গোলে পিছিয়ে পড়ার পর ১০ জনের প্রতিপক্ষের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এমানুয়েল দেনিসের দুই গোলে রিয়ালকে ভড়কে দেয় অতিথিরা। কিন্তু সার্জিও রামোস ও কাসেমিরো শেষ দিকে গোল করে দলের মান বাঁচান। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথমবার টানা তিন ম্যাচ ২ বা তার বেশি গোল হজমের লজ্জা পেল তারা। আর ২০০২ সালের পর প্রথমবার টানা তিনটি হোম ম্যাচ জয়ের দেখা পেলো না স্প্যানিশ জায়ান্টরা। আগের ম্যাচে পিএসজির কাছে ৩-০ গোলে হারের পর থেকে জিনেদিন জিদানের চাকরি হারানোর সংশয়ের মধ্যে ছিল। আর তাই ক্লাব বুগের বিপক্ষে প্রথমার্ধের পারফরম্যান্স সেই সংশয় খুব একটা কাটাতে পারেনি। তবে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়ানো এক জয়ে কিছুটা সম্মান বাঁচাল তার দল। 'এ' গ্রম্নপে (২) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে সবার শেষ দল রিয়াল। আগের ম্যাচে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে ড্র করেছিল ক্লাব বুগে। প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ৮৪ মিনিটে ক্যাসিমিরোর হেডে রক্ষা হয় রিয়ালের।