সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বৃষ্টিতে যুবাদের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত ক্রীড়া প্রতিবেদক বর্তমানে নিউজিল্যান্ড সফরে আছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ৫ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি বাধায় বলই মাঠে গড়াতে পারেনি। বাংলাদেশ অনূর্ধ্ব -১৯ দলের দ্বিতীয় একদিনের ম্যাচটি তাই এদিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে এ ম্যাচটি আজ বৃহস্পতিবার রিজার্ভ ডে-তে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়ে নিউজিল্যান্ড সফরে গেছে তারা। সেখানেও সাফল্যের ধারা বজায় রাখছে যুবারা। ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড যুবাদের সঙ্গে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে ৬ উইকেটে জয় পেয়েছে টাইগার যুবারা। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে খুব একটা সাফল্য নেই বাংলাদেশ জাতীয় দলের। প্রথম ম্যাচের মতো বুধবার দ্বিতীয় ম্যাচে ভালো কিছুর প্রত্যাশায় ছিল তৌহিদ ও আকবররা। তবে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠে নামা হয়নি তাদের। গত রোববার বার্ট সাটক্লিফ ওভাল মাঠে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছিল আকবর বাহিনী। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে ১৭৬ রানে আটকে দেয় টাইগার যুবারা। জবাবে ৬৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের যুবাদের। গতকাল একই ভেনু্যতে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগার যুবাদের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় একদিন অপেক্ষা বাড়ল তাদের। অজি নারী ক্রিকেটারের বিশ্বরেকর্ড ক্রীড়া ডেস্ক টি২০'র ইতিহাসে অবিশ্বাস্য এক ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান নারী দলের ওপেনার অ্যালিসা হিলি। সিডনিতে শ্রীলংকার বিপক্ষে ৬১ বলে তিনি একাই করেন ১৪৮ রান! যা কিনা একজন নারী ক্রিকেটারের নারী টি২০তে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। অ্যালিসা পেছনে ফেলেছেন তারই সতীর্থ ম্যাগ লেনিং এর ১৩৩ রানের ইনিংসটি। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে লেনিং এ রান করেন। ১৪৮ রানের বিধ্বংসী ইনিংসে ১৯টি চারের সঙ্গে ৭টি ছক্কা হাঁকিয়েছেন হিলি। সেঞ্চুরি তুলে নেন মাত্র ৪৬ বলে। সিডনিতে তার দানবীয় ইনিংসে ভর করেই ২ উইকেটে ২২৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানরা। অস্ট্রেলিয়া ১৩২ রানের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। তাতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় লঙ্কানরা। নারী-পুরুষ মিলিয়ে হিলির ইনিংসটি টি২০'র চতুর্থ সর্বোচ্চ। টি২০'তে সর্বোচ্চ ইনিংসের মালিক তারই স্বদেশি অ্যারন ফিঞ্চ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানের এক ইনিংস খেলেন ফিঞ্চ। কপিল দেবের পদত্যাগ ক্রীড়া ডেস্ক ভারতীয় ক্রিকেটে নতুন বিতর্কের নাম কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থজনিত সংঘাত। ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) অনেকেই বলি হয়েছেন এর জোরে। সর্বশেষ ক্রিকেট উপদেষ্টা কমিটি পদত্যাগ করেছে এই কারণেই। নতুন করে দায়িত্ব পাওয়া কমিটির প্রধান কপিল দেবও পদত্যাগ করলেন একই অভিযোগের পর। কপিল দেবের ঘটনাটি ঘটেছে কিছুটা দেরিতে। একই কমিটি থেকে অবশ্য একদিন আগে পদত্যাগ করেছেন আরেক সদস্য শান্তা রাঙ্গাস্বামী। কাপিল দেব অবশ্য পদত্যাগের কারণ খোলাসা করে বলেননি। কিন্তু এর আগে তার বিরুদ্ধে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের অভিযোগটি আসায় পদত্যাগের কারণ হিসেবে ধরা হচ্ছে বিষয়টিকে। আগের কমিটি থেকে গাঙ্গুলী, লক্ষ্ণণ ও শচিন পদত্যাগ করলে অ্যাডহক ভিত্তিতে জুলাইয়ে কমিটিতে নিয়োগ পান কপিল দেবসহ আরও দুইজন। এই কমিটিই পরে নতুন করে বাছাই করে প্রধান কোচ রবি শাস্ত্রীকে। সম্প্রতি কমিটির তিনজনের বিরুদ্ধে স্বার্থজনিত সংঘাতের অভিযোগ তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। তাদের বিরুদ্ধে অভিযোগ একই সঙ্গে অনেক ক্রিকেটীয় ভূমিকা পালন করছেন তারা। বিসিসিআইয়ের স্বার্থের বিরুদ্ধে যায় বলে অভিযোগটি তোলেন সঞ্জীব। তিনি জানান, কপিল দেব একই সঙ্গে ধারাভাষ্যকার ও একটি ফ্লাডলাইট কোম্পানির মালিক আবার একই সঙ্গে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনেরও সদস্য।