যুবাদের হাতের নাগালে সিরিজ

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৪২/৬ (হোয়াইট ৩০, জোহরাব ১১২, আনসেল ২০, ক্লার্ক ১৩, ম্যাকেঞ্জি ১৫, ভিশভাকা ১০, সানডে ২৯* প্রিঙ্গল ৫*; তানজিম ১/৪৪, শরিফুল ১/৬০, শামিম ১/৩৫, মৃতু্যঞ্জয় ২/৪১, রকিবুল ১/৪০)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ২৪৩/৪ (তানজিদ ৬৫, পারভেজ ৬, মাহমুদুল ৯৯, হৃদয় ৪০, শামিম ১৫*, শাহাদাত ৪*; হ্যানকক ১/৪১, ম্যাকেঞ্জি ২/৩৯, অশোক ১/৫২)। ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী। সিরিজ: ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক লিংকনের ম্যাচটা গত বুধবার ভেসে গিয়েছিল বৃষ্টিতে। বৃহস্পতিবার রিজার্ভ ডে-তে অবশ্য বৃষ্টি আর বাগড়া দিল না, নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের খেলা হলো ঠিকমতোই। প্রথম ম্যাচের মতো আজও সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। মাহমুদুল হাসান জয়ের এক রানের আক্ষেপের ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯কে ৬ উইকেটে হারায় টাইগার যুবারা। ৯৯ রান করেন মাহমুদুল। আগের ম্যাচেও একই ব্যবধানে জিতেছিল যুবারা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে আকবর আলির নেতৃত্বাধীন দল। ম্যাচ হওয়ার কথা ছিল গত বুধবার। কিন্তু বৃষ্টির কারণে বৃহস্পতিবার রিজার্ভ ডে-তে গড়ায় ম্যাচ। এই জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের পকেটে ভরার কাছাকাছি পৌঁছে গেল বাংলাদেশ। বাকি তিন ম্যাচের আর একটিতে জিতলেই সিরিজ হবে জুনিয়র টাইগারদের। লিংকনে প্রথমে ব্যাট করে বাংলাদেশের টাইট বোলিংয়ের সামনে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানের বেশি যেতে পারেননি নিউজিল্যান্ড। এরমধ্যে অবশ্য ওপেনার থমাস জোহরাব একাই করেন ১১২ রান। জুটিতে ৫৫ তোলা তার সঙ্গী ও অধিনায়ক ওলি হোয়াইট করেন ৩০ রান। জোহরাব ও হোয়াইট ছাড়া নিউজিল্যান্ডের অন্যকোনো ব্যাটসম্যানই ক্রিজে সুবিধা করতে পারেননি। শেষদিকে উইকেট কিপার কুইন সান্ডি ২৯ ছাড়া কুড়ির ঘর ছুঁয়েছেন কেবল একজনই। মিডল অর্ডারের চাকা ঘোরাতে না পারায় ২৪২ রানেই থেমে যায় কিউইদের ইনিংস। বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়ে সফল বোলার মৃতু্যঞ্জয় চৌধুরী। রকিবুল হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম ও তানজীম হাসান সাকিব প্রত্যেকে একটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারালেও (পারভেজ হোসেন ইমন ৬ রানে আউট হন) নাগালে থাকা লক্ষ্যটা ছুঁতে তেমন একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। হতে দেননি আসলে তানজীদ হাসান ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেট জুটিতে ৯৫ রান তুলে নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন তারাই। এ দুজন ছাড়া ব্যাট হাতে অবদান আছে ৪০ রান করা তৌহিদ হৃদয়েরও। ১৫ রানে অপরাজিত থাকেন শামীম হোসেন। দলের সহজ জয়ে একটু হলেও আক্ষেপ আছে মাহমুদুলের। এক রানের জন্য যে তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। ১২৫ বলে ১০ চারে ৯৯ রানে আউট হন এ ওপেনার। তাকে দারুণ সঙ্গ দেয়া তানজীদ একটু বেশি আক্রমণাত্মক ছিলেন। ৬৩ বলে পাঁচ চার ও এক ছয়ে তিনি করে যান ৬৫ রান। স্বাগতিকদের হয়ে দুটি উইকেট নেন জোক ম্যাকেঞ্জি। দু'দলের তৃতীয় ওয়ানডেটি হবে ৬ অক্টোবর, একই ভেনু্যতে।