বরিশালে যুবাদের ম্যাচ

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক পাঁচটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে ২৩ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ হবে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। দীর্ঘদিন পর কোনো বিদেশি দলের পা পড়বে কীর্তনখোলা নদীর তীরবর্তী ভেনু্যটিতে। আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হলেও বরিশালে জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ের খেলা হয়নি দীর্ঘদিন। ৯ বছর পর জাতীয় লিগের গত আসরে কিছু ম্যাচ হয়েছিল বরিশাল বিভাগীয় স্টেডিয়ামটিতে। এবার সেখানে হবে যুব ওয়ানডে। বিশ্বকাপ প্রস্তুতি অংশ হিসেবে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১৩ অক্টোবর দেশে ফিরবে আকবর আলী-মাহমুদুল হাসানরা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রম্নয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। তার আগে দেশের মাটিতে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজই বিশ্বকাপ পূর্ববর্তী শেষ আন্তর্জাতিক সিরিজ যুবাদের।