জয়ে ফিরল লিভারপুল-বার্সা

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক হার দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা লিভারপুল মঙ্গলবার রাতে ৩-০ গোলে এগিয়ে সহজ জয়ের পথেই ছিল। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়ে চমকে দেয় সালজবুর্গ। তাদের রূপকথা শেষ সেখানেই। আবার এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। আসরে তুলে নেয় নিজেদের প্রথম জয়। সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সালজবুর্গের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে লিভারপুল। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে হেরেছিল তারা। চোটের শঙ্কা কাটিয়ে মাঠে নেমেছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু ম্যাচের প্রথম আক্রমণেই বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়েছিলেন লাউতারো মার্তিনেস। তবে দ্বিতীয়ার্ধে অদম্য বার্সেলোনার জবাব জানা ছিল না ইন্টার মিলানের। শেষ পর্যন্ত লুইস সুয়ারেজের জোড়া লক্ষ্যভেদে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল চেলসি একই ব্যবধানে জিতেছে লিঁলের মাঠে। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আয়াক্স। সালজবুর্গকে ৩ গোলে পেছনে ফেললেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল লিভারপুল। অস্ট্রিয়ান প্রতিপক্ষের প্রত্যাবর্তন চমকে দিয়েছিল চ্যাম্পিয়নদের। কিন্তু তিন পয়েন্ট আদায় করতে সফল হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল। অ্যানফিল্ড স্টেডিয়ামে জোড়া গোল করা মোহাম্মদ সালাহর ৬৯ মিনিটের জয়সূচক লক্ষ্যভেদ গড়ে দেয় ম্যাচের পার্থক্য। যদিও ৯ মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ২৫ মিনিটে অ্যান্ডি রবার্টসন ও ৩৬ মিনিটে সালাহ গোল করে সহজ জয়ের ইঙ্গিত দেয় স্বাগতিকরা। তৃতীয় গোল খাওয়ার তিন মিনিট পর সালজবুর্গ একটি গোল শোধ দেয়। হাওয়াং হি চ্যানের গোলে ৩-১ এ প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর মাত্র ৪ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে সমতা ফেরায় অস্ট্রিয়ান দলটি। ৫৬ মিনিটে টাকুমি মিনামিনো দ্বিতীয় গোল করেন। আরলিং ওলাদে ৬০ মিনিটে ফেরান সমতা। সালজবুর্গের অবিশ্বাস্য প্রত্যাবর্তন উৎসবে শেষ হয়নি। সালাহর গোলে জয় নিশ্চিত করে লিভারপুল। দ্বিতীয় ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে 'ই' গ্রম্নপের দুই নম্বরে লিভারপুল। শীর্ষ দল নাপোলির (৪) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা।