প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এক রানের জন্য সেঞ্চুরি (৯৯) পেলেন না মাহমুদুল হাসান জয় -ওয়েবসাইট
বার্বাডোজের টানা জয়ে ঝলমলে সাকিব ক্রীড়া ডেস্ক আগের দুই ম্যাচের মতো ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষেও নিয়ন্ত্রিত বোলিং করলেন সাকিব আল হাসান। ঝুলিতে তোলা উইকেটের সংখ্যা নিলেন বাড়িয়ে। তবে ব্যাট হাতে সফল না হলেও বল হাতে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়ে বার্বাডোজ ট্রাইডেন্টসের টানা দ্বিতীয় জয়ে রাখলেন দারুণ অবদান। বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটের দাপট দেখানো জয়ে প্রতিপক্ষের দুই ওপেনারকে ফেরান সাকিব। এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে দলটি। পোর্ট অব স্পেনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানের সাদামাটা সংগ্রহ গড়ে ত্রিনবাগো। সহজ লক্ষ্য তাড়ায় ২ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে বার্বাডোজ। বাংলাদেশের বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ২ উইকেট। ডট দেন ১১টি। বার্বাডোজের হয়ে এবারের মৌসুমে প্রথম ম্যাচে ১৪ রানে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয়টিতে ২০ রানে ১ উইকেট নিয়েছিলেন সাকিব। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করলো বার্বাডোজ। আগের ম্যাচে সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে পেস্ন অফ নিশ্চিত করেছিল দলটি। অবশ্য দ্বিতীয় স্থানে থাকা এখনই নিশ্চিত নয় তাদের। এক ম্যাচ কম খেলে ত্রিনবাগো ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে, শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে শীর্ষ দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের (১৬)। টেবিলে বার্বাডোজের ঠিক পরে আছে সমান পয়েন্ট পাওয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আগের দুই ম্যাচের মতো এদিনও সাকিব হাতে তুলে নেন নতুন বল। প্রথম ওভারের পঞ্চম বলেই দলকে পাইয়ে দেন উইকেট প্রাপ্তির স্বাদ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে পাঠান ত্রিনবাগোর ওপেনার জিমি নিশামকে।