সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হেলমেট ব্যবহার না করায় তাইজুলকে জরিমানা ক্রীড়া ডেস্ক হেলমেট ব্যবহার না করায় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে দুশ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বুধবার বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তলস্নাশির অংশ হিসেবে পুলিশ বিভিন্ন যানবাহন চেক করছিল। এ সময় ক্রিকেটার তাইজুল ইসলাম মোটর সাইকেলযোগে নাটোর শহর থেকে নলডাঙ্গা বাজার হয়ে পিপরুলের দিকে যাচ্ছিলেন। তাইজুল হেলমেট না পরায় মোটরযান অধ্যাদেশের ১৩৭ ধারা অনুসারে তাকে দুশ টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থলে কর্তব্যরত নলডাঙ্গা থানার উপপরিদর্শক নুরুজ্জামান তাকে জরিমানা করেন। তাইজুল স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হেলমেট বাড়িতে রেখে বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম। এই অবস্থায় চেকপোস্টে পৌঁছলে তাকে দুশ টাকা জরিমানা করা হয়। বিকেএসপিতে ফিরলেন ফাহিম ক্রীড়া প্রতিবেদক বিসিবির চাকরি থেকে পদত্যাগ করেছেন নাজমুল আবেদীন ফাহিম। গত ৩০ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিসিবির চাকরি ছেড়েই তিনি যোগ দিয়েছেন নিজের পুরানো কর্মক্ষেত্র বিকেএসপিতে। যেখানে কাটিয়েছেন কোচিং ক্যারিয়ারের ১৭টি বছর। চলতি মাসের ১ তারিখ থেকেই বিসিবির চাকরিতে নেই তিনি। এরপর বৃহস্পতিবার ক্রিকেট এডভাইজার পদের কাজ শুরু করেছেন বিকেএসপির হয়ে। যেখানে প্রথমদিনই তিনি সময় কাটিয়েছেন মাঠে অন্যান্য কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে। বিকেএসপিতে ফিরে যাওয়া নিয়ে ফাহিম জানান, 'খুব ভালো লাগছে, এ যেন আপন ঘরে ফিরে আসা। ১৭ বছর বিকেএসপিতে ছিলাম, অনেক স্মৃতি। বিকেএসপি আমার কাছে অনেক ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সেখানে ফেরা এবং ছেলেদের নিয়ে কাজ করা অন্য রকম এক অনুভূতি।' আপিলেও কমল না মেসির শাস্তি ক্রীড়া ডেস্ক লিওনেল মেসির তিন মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কনমেবলের কাছে আপিল করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু সেটা খারিজ করে দিয়েছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা। কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগস্টে তিন মাস নিষিদ্ধ হন মেসি। জরিমানা হয় ৫০ হাজার ডলার। জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে অক্টোবরের ম্যাচে তাকে পেতে শাস্তি কমানোর আপিল করেছিল এএফএ। নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে দু'মাসে করতে আবেদন করেছিল তারা। কিন্তু আপিল খারিজ করে দিল কনকমেবল। তাতে ৯ ও ১৩ অক্টোবরের ম্যাচ দুটি খেলতে পারবেন না ফিফা বর্ষসেরা খেলোয়াড়। আগামী ৩ নভেম্বরের আগে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না মেসির। কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর ও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই শেষে কনমেবলের ম্যাচ অফিসিয়াল ও এর সদস্যদের সমালোচনা করেন মেসি। ব্রাজিলকে শিরোপা জেতাতে আয়োজকরা সব ব্যবস্থা করে রেখেছিলেন দাবি করেন তিনি। এই বিবৃতির জন্য পরে ক্ষমাও চান।