লিভারপুলসহ উয়েফার কাঠগড়ায় সাত ক্লাব

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রম্নপপর্বের ম্যাচে দর্শকরা মাঠে ঢুকে পড়ায় লিভারপুলের বিপক্ষে অভিযোগ গঠন করেছে উয়েফা। পাশাপাশি আয়াক্স আমস্টারডাম, বরুসিয়া ডর্টমুন্ড, এফসি সালজবুর্গের বিপক্ষেও অভিযোগ গঠন করা হয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও অলিম্পিয়াকসের বিপক্ষেও অভিযোগ এনেছে ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অস্ট্রিয়ার ক্লাব এফসি সালজবুর্গের বিপক্ষে লিভারপুল ৪-৩ ব্যবধানে জয় পেয়েছিল। ওই ম্যাচে লিভারপুলের সমর্থকরা মাঠে ঢুকে পড়েছিল। আর সালজবুর্গের সমর্থকরা মাঠের মধ্যে বোতল ছুড়ে মেরেছিল। সে কারণে তাদের বিপক্ষে অভিযোগ গঠন করা হয়েছে। আয়াক্স ও বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থকরা মাঠে ভাঙচুর চালিয়েছিল। সে কারণে তাদের পক্ষেও অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবরের মধ্যে উয়েফার ডিসিপিস্ননারি প্যানেল বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আয়াক্সের ৩-০ ব্যবধানের জয়ের ম্যাচে তাদের সমর্থকরা মাঠে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিল। সে কারণে উপস্থিত অন্যান্য দর্শক, সমর্থক ও ভ্যালেন্সিয়া বিরক্তিবোধ করেছিল। অন্যদিকে জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও সমর্থকরা হট্টগোল করেছিল। এর পাশাপাশি 'অযথা আচরণের' অভিযোগও আনা হয়েছে জার্মানির ক্লাবটির বিপক্ষে। কারণ, সেভিয়ার বিপক্ষের ম্যাচে তাদের ছয়জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। এক ম্যাচে কোনো দলের পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড দেখলে তাদের বিপক্ষে উয়েফার ডিসিপস্ননারি তদন্ত প্রয়োজন হয়। আয়াক্স-ভ্যালেন্সিয়া ও ডর্টমুন্ড-সেভিয়ার ম্যাচের এ সকল বিষয়ের শুনানিও ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এদিকে একই ধরনের নানা ঘটনার জন্য ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও অলিম্পিয়াক্সের বিপক্ষেও অভিযোগ এনেছে উয়েফা।