রিয়ালে কারোর জায়গা নিশ্চিত নয় : জিদান

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক খুব চাপে আছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। রিয়াল সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হচ্ছে বেলজিয়ামের এই গোলরক্ষককে। গোলবারের নিচ থেকে তাকে সরিয়ে দেয়ার দাবিও তুলেছেন অনেকে। এই পরিস্থিতিতে কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, শুধু কর্তোয়া নন, দলের কারোর জায়গাই নিশ্চিত নয়। গত মৌসুমের শুরুর দিকের ঘটনা। হাঁকডাক দিয়ে চেলসি থেকে কর্তোয়াকে দলে টেনেছিল রিয়াল। স্কোয়াডে কেইলর নাভাসের মতো তারকা গোলরক্ষক থাকার পরও বেলজিয়ান শট স্টপারকে কেনার কারণ ছিল একটাই-নিজেদের গোলপোস্ট দুর্ভেদ্য বানানো। কিন্তু রিয়ালের সেই পরিকল্পনা একেবারে মাঠে মারা গেছে। উল্টো ফর্ম হারিয়ে একাদশে নিজের জায়গাটাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন কর্তোয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হতাশা কাটছে না। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে থেকে হেরে আসার পর ঘরের মাঠে ক্লাব বুগের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল 'লস-বস্নাঙ্কোসরা। যদিও দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছিল রিয়াল। প্রথমার্ধে ২ গোল হজম করায় একাদশে থাকা গোলরক্ষক কর্তোয়াকে দুয়ো দিয়েছিলেন রিয়াল সমর্থকরা। পরে দ্বিতীয়ার্ধে বেলজিয়ান গোলরক্ষককে উঠিয়ে জিদান গোলবারের নিচে দাঁড় করান আলফোন্স আরিয়োলাকে। অনেক রিয়াল সমর্থক মনে করেন, স্থায়ীভাবে পরিবর্তন আনা প্রয়োজন গোলরক্ষকের পজিশনে। অবশ্য, কঠিন এই পরিস্থিতিতে কর্তোয়ার পাশে আছেন কোচ জিদান। লা লিগায় গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এই ম্যাচের আগে জিদান বলেছেন, 'অন্যায় নাকি অন্যায় নয়, সেই আলোচনায় যাব না। যা (কর্তোয়াকে দুয়ো দেয়া) হয়েছে, তা তো হয়েছেই। বিষয়টা সেও (কোর্তোয়া) ভালো করে জানে, আর মানসিকভাবে শক্ত আছে।' সঙ্গে যোগ করেছেন, 'রিয়াল মাদ্রিদের গোলরক্ষক নিয়ে আলোচনা সবসময়। এখন যেমন কথা হচ্ছে, ভবিষ্যতেও থাকবে। ?আপনারা আপনাদের কাজ করুন, আর আমি আমার কাজ করব।' থিবো কর্তোয়াকে সরিয়ে দেয়ার দাবিতে জিদান জানিয়েছেন, একাদশে কোনো খেলোয়াড়ের জায়গাই নিশ্চিত নয়। তার বক্তব্য, 'আমার ২৫ জন খেলোয়াড় আছে, আমি তাদের সবাইকে গণনার মধ্যে রাখি। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আমার কথা হয়। বিষয়টা এমন নয় যে, ক্লাব বুগের বিপক্ষে ম্যাচের পরই শুধু কথা হচ্ছে।' কথাটা শেষ করেই আবার বললেন জিদান,' দলে কারোর জায়গা নিশ্চিত নয়। কারোর নিশ্চয়তা নেই। আর আমি এটা কখনো বলেনি। দলের সব খেলোয়াড়কে শুরু থেকে শেষ পর্যন্ত আমি গণনায় রাখি।'