মেসিকে বিশ্রাম দেওয়া উচিত বার্সার

প্রকাশ | ০৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক মৌসুমের শুরু থেকে চোটে ভুগছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ফিরলেও আবারও মাঠের বাইরে চলে যেতে হয়েছিল আর্জেন্টাইন খুদে জাদুকরকে। মেসিকে পর্যাপ্ত সুস্থতার জন্য বার্সেলোনাকে বিশ্রাম দেয়ার পরামর্শ ব্রাজিলের সাবেক পেস্ন-মেকার রিভালদোর। বার্সেলোনার প্রাক-মৌসুমের প্রস্তুতিতে ছিলেন না মেসি। মৌসুমের শুরুতেও কাতালানরা তাকে পায়নি পায়ের ইনজুরির কারণে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে পড়েন উরুর চোটে। আরএই অবস্থায় মেসিকে পুরোপুরি ফিট পেতে তার ওপর থেকে কাজের চাপ কমানোর পক্ষে কথা বলেছেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার রিভালদো। ইন্টার মিলানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয় পেয়েছে বার্সেলোনা। মেসি গোল না পেলেও লুই সুয়ারেজের করা দুটো লক্ষ্যভেদেই অবদান আছে তার। স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য আর্জেন্টাইন অধিনায়ক কতটা গুরুত্বপূর্ণ, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব ম্যাচেই তাকে খেলানো উচিত নয় বলে মনে ?করেন রিভালদো। লা লিগার সামনের ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। কাতালানদের এই ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন রিভালদো। সাবেক ব্রাজিলিয়ান পেস্ন-মেকার বলেছেন, 'ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের পর আমার আরও ভালোভাবে নজরে এসেছে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মেসির কতটা যত্ন নেয়া উচিত। ওর পুরোপুরি সুস্থ হওয়া দরকার, যাতে কোনো রকম ব্যথা অনুভব না করে এবং প্রত্যেকটি বলের জন্য লড়াই করতে না হয়।' একই সঙ্গে ব্রাজিলের সাবেক পেস্ন-মেকার আরও যোগ করে বলেছেন, 'সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। আর এখানে অবশ্যই মেসি খেলতে চাইবে। কিন্তু এই পরিস্থিতিতে মেডিকেল স্টাফদের বুঝতে হবে আর্জেন্টাইন খুদে জাদুকর চোট কাটিয়ে ফেরার পর তার খুব বেশি খেলা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কাজেই মেসিকে বিশ্রামে রাখা উচিত।'