বার্সা-জুভেন্টাসের স্বস্তির জয়

মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠ নু্য ক্যাম্পে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। মৌসুমের প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন মেসি। তার গোলের রাতে লা লিগায় সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা

প্রকাশ | ০৮ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লা লিগায় রোববার সেভিয়ার বিপক্ষে ফ্রি কিকে দারুণ এক গোল করেন লিওনেল মেসি। চলতি মৌসুমে প্রথমবারের মতো গোলের দেখা পান আর্জেন্টাইন খুদে জাদুকর -ওয়েবসাইট
মৌসুমে বার্সেলোনার বাজে শুরু নিয়ে সমালোচনা ছিল অনেক। এমনকি ঘরের মাঠেও অক্ষত রাখতে পারছিল না নিজেদের জাল। রোববার রাতে মৌসুমে প্রথমবারের মতো ঘরের মাঠ নু্য ক্যাম্পে দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। মৌসুমের প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন মেসি। তার গোলের রাতে লা লিগায় সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। আর সিরি'আতে পাওলো দিবালা ও গঞ্জালো হিগুয়েনের লক্ষ্যভেদে ইন্টার মিলানকে ২-১ গোলে হটিয়ে ১৯ পয়েন্ট লিগ টেবিলের শীর্ষে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ঘরের মাঠে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এ সময় বামদিক থেকে নেলসন সেমেদোর ক্রসে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে বাইসাইকেল কিক নেন লুইস সুয়ারেজ। দারুণ টাইমিংয়ে বল আশ্রয় নেয় জালে। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্তুরো ভিদাল। এ সময় আর্তুর মেলোর থ্রো বলে ডি বক্সের মধ্যে পা লাগান ভিদাল। বল সেভিয়ার গোলরক্ষক থমাস ভাকলিক ধরতে পারেননি। তার কাঁধে লেগে জালে জড়ায় বল। আর ৩৫ মিনিটে ব্যবধান হয় ৩-০। এ সময় ডি বক্সের ডানদিকে উসমানে ডেম্বেলেকে বল বাড়িয়ে দেন মেলো। ডেম্বেলে বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সে। তার সামনে ছিল সেভিয়ার রক্ষণভাগের একজন খেলোয়াড়। তাকে বোকা বানিয়ে দূর পোস্টে শট নেন। নিরুপায় গোলরক্ষককের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। বিরতির পর সেভিয়া কিছুটা ঘুরে দাঁড়ায়। রক্ষণভাগ ?গুছিয়ে নেয়। সে কারণে দ্বিতীয়ার্ধে মাত্র একটি গোল পায় তারা। ৭৭ মিনিট পর্যন্ত সেভিয়ার বিপক্ষে বার্সার একমাত্র অপ্রাপ্তি ছিল লিওনেল মেসির গোল না পাওয়াটা। ৭৮ মিনিটে সেটাও হয়ে যায়। ডি বক্সের সমানে সুয়ারেজের নেওয়া শট সেভিয়ার লুকাস ওকামপোসের হাতে লাগলে রেফারি হ্যান্ডবলের সংকেত দেন। আর সেখান থেকে কিক নিয়ে বল জালে পাঠাতে ভুল করেননি আর্জেন্টাইন খুদে জাদুকর। এটি চলতি মৌসুমে তার প্রথম গোল। চার গোলে এগিয়ে গেলেও শেষটা ভালো ছিল না বার্সার। ৮৬ মিনিটে ডিফেন্ডার আরোয়োর বাজেভাবে চ্যালেঞ্জ করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। আবার ডেম্বেলে সিদ্ধান্তের বিরোধিতা করায় তাকেও দেখানো হয় লাল কার্ড। এই জয়ে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট দুইয়ে বার্সা। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। এদিকে ইতালিয়ান লিগে লড়াইটা ঐতিহ্যবাহী হলেও দীর্ঘদিন সিরি'আতে একক আধিপত্য শুধু জুভেন্টাসের। এই মৌসুমে অবশ্য ইন্টার মিলানের শুরুটা হয়েছে দুর্দান্ত গতিতে। আগেই টেবিলের শীর্ষে থাকায় রোববারের ম্যাচটাতে তীব্র লড়াইয়ের আগাম একটা আভাস পাওয়া যাচ্ছিল। ম্যাচের ৪ মিনিটে তারা পাউলো দিবালার গোলে পিছিয়ে পড়লেও ১৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতা ফিরিয়েছিল ইন্টার। আর ৮০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন হিগুয়েন। এই জয়ে সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট শীর্ষে জুভেন্টাস। আর সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।