মেসি-সুয়ারেজদের পকেটে ৮৫৫ কোটি টাকা

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও লা লিগা ও সুপার কাপের শিরোপা জিতেছিল বার্সেলোনা। আর ওই শিরোপা জয়ের পর এবার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের হাতে বোনাস তুলে দিয়েছে বার্সেলোনা। বোনাস ও 'অ্যাড অনস' মিলিয়ে তারা পেয়েছেন ৯ কোটি ২০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৫৫ কোটি ২১ লাখ টাকা)। এমনটাই জানিয়েছে বার্সার বার্ষিক প্রতিবেদনে। গত মৌসুমে খেলোয়াড় ও কোচের পারিশ্রমিক বাবদ ৫২৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৮০ কোটি টাকা) খরচ করেছে বার্সা। যেখানে খেলোয়াড়দের পারিশ্রমিক হিসেবে খরচ হয়েছে ৪১৭ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৭৬ কোটি টাকা)। তবে ২০১৮ সালে দেওয়া বোনাসের তুলনায় এবার ২ মিলিয়ন ইউরো কম দিয়েছে বার্সা। কিন্তু ২০১৫ সালে 'ট্রেবল' জয়ের দেওয়া বোনাসের তুলনায় এবারের অঙ্কটা ৩ মিলিয়ন ইউরো বেশি। পিএসজি থেকে নেইমারকে ফেরানোর চেষ্টায় রয়েছে বার্সেলোনা। নতুন চুক্তির জন্য নিজেদের বাজেট বাড়াতে ইভান রাকিতিচ, উসমান ডেম্বেলে কিংবা স্যামুয়েল উমিতিকে বিক্রি করে দিতে পারে কাতালান ক্লাবটি। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি বার্সেলোনা। লিভারপুলের কাছে সেমিফাইনালে হেরে দলটি বিদায় নেয়। এদিকে কাতালানরা কোপা দেলরে ফাইনালে হারে ভ্যালেন্সিয়ার কাছে। তবে লা লিগা ও সুপার কাপ জিতে সাফল্য তুলে নেয় নু্য ক্যাম্পের ক্লাবটি। এর আগে ২০১৫ সালে লা লিগা, কোপা ডেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় খেলোয়াড়দের হাতে মোট ৮ কোটি ৯০ লাখ ইউরো তুলে দিয়েছিল বার্সা। আর ২০১৭-১৮ মৌসুমে কোপা ডেল রে আর লা লিগা জেতায় ৯ কোটি ৪০ লাখ ইউরো পেয়েছিলেন মেসিরা। আর এবার লা লিগা ও সুপার কাপ জিতে তারা পেলেন ৯ কোটি ২০ লাখ ইউরো।