টি২০ সিরিজ শ্রীলংকার

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ হাতে রেখে টি২০ সিরিজ জিতে নেয়ায় উচ্ছ্বসিত শ্রীলংকার খেলোয়াড়রা -ওয়েবসাইট
ভানুকা রাজাপাকশের ফিফটি দাসুন শানাকার ঝড়ে বড় লক্ষ্য পেয়েছিল শ্রীলংকা। কাসুন রাজিতা, নুয়ান প্রদীপদের পেস আর ওয়াইন্দু হাসারাঙ্গার লেগ স্পিনে কাবু হয়ে জবাব দিতে পারেনি পাকিস্তান। সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি২০তে পাকিস্তানকে ৩৫ রানে হারিয়েছে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতেই জিতে লংকানরা নিশ্চিত করেছে সিরিজ জয়। সফরকারী শ্রীলংকার করা ১৮২ রানের জবাবে পাকিস্তান থেমেছে ১৪৭ রানে। এরআগে টস জিতে ব্যাট করতে গিয়ে দাসুনকা গুনাথিলেকাকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল শ্রীলংকা। তিনে নামা রাজাপাকশে শুরু থেকে চড়াও হলে সে ধাক্কা টের পাওয়া যায়। আরেক ওপেনার আবিস্কা ফার্নেন্দোও মাত্র ৮ রান করে ফেরেন। কিন্তু রাজপাকশের তান্ডব চলতে থাকায় কোনো কিছু গায়ে মাখেনি লংকানরা। শিহান জয়াসুরিয়াকে নিয়ে এই বাঁহাতি গড়েন ৯৪ রানের জুটি। যার মধ্যে ৫২ রানই তার। ৪৮ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৭৭ করে থামেন রাজাপাকশে। জয়াসুরিয়া রান আউট হন ২৮ বলে ৩৪ করে। শেষ দিকে অধিনায়ক শানাকা শুরু করেন তান্ডব। তার মাত্র ১৫ বলে ২৭ রানের ঝড়ে এক লাফে একশো আশি ছাড়িয়ে যায় শ্রীলংকা। ১৮৩ রানের বড় রান তাড়ায় একদম শুরুতেই তছনছ হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। দুই অঙ্কে যাওয়ার আগেই আউট হন বাবর আজম, ফখর জামান। দলে ফেরা আহমেদ শেহজাদ টানা দ্বিতীয় ম্যাচ হন ব্যর্থ। তারচেয়ে করুন দশা দলে ফেরা আরেক ব্যাটসম্যান উমর আকমলের। প্রথম ম্যাচের মতো এদিনও গোল্ডেন ডাক মারেন তিনি। অধিনায়ক সরফরাজ আহমেদ স্রোতের বিপরীতে চালিয়েছিলেন পাল্টা আক্রমণ। ওয়াইন্দু হাসারাঙ্গা কেড়ে নেন তাকেও। ৫২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। দলের বিপর্যয়ে আগ্রাসী ব্যাট চালিয়েছিলেন ইমাদ ওয়াসিমও। তার ২৯ বলে ৪৭ রানের ইনিংস থামে ইসুরু উদানার বলে। পরে লেজটা পরে মুড়ে নেন নুয়ান প্রদীপ। প্রথম ম্যাচের মতো ঝলক দেখিয়ে এই পেসার এদিনও ২৫ রানে তুলে নেন ৪টি উইকেট। লেগ স্পিনার হাসারাঙ্গা পান ৩৮ রানে ৩ উইকেট। আরেক পেসার কাসুন রাজিতা ১ উইকেট পেলেও ৩ ওভার রান দিয়েছেন মাত্র ১১। আগামী ৯ অক্টোবর একই ভেনু্যতে তৃতীয় ও শেষ টি২০ খেলবে দুই দল।