পাকিস্তান প্রতিটি জায়গায় ভুগেছে : মিসবাহ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মিসবাহ-উল-হক
তিন ম্যাচের টি২০ সিরিজের সেরা দল কি না হেরে গেল দ্বিতীয় সারির শ্রীলংকার বিপক্ষে! তাও আবার সেটা ঘরের মাঠের সিরিজে। নতুন প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হককে নিয়ে সমালোচনার ঢেউ উঠতে তাই সময় লাগেনি পাকিস্তানে। মিসবাহ নিজেও বুঝতে পারছেন তার দলের অবস্থা কতটা শোচনীয়। যদিও আহমেদ শেহজাদ ও উমর আকমলকে ফিরিয়ে আনার সিদ্ধান্তে আত্মপক্ষ সমর্থন করেছেন তিনি। গত দুই বছরে পাকিস্তান ২৮ টি২০ ম্যাচের মধ্যে ২১টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে। হেরে যাওয়া সাত ম্যাচের পাঁচটিই গত নয় মাসে। দ্বিতীয় সারির শ্রীলংকা দলের বিপক্ষে ২-০তে সিরিজ হার আরও বড় ধাক্কা হয়ে এসেছে লংকানদের জন্য। মিসবাহ নিজেও হতাশ, 'হার কখনোই ভালো নয়, বিশেষ করে এমন একটা দলের বিপক্ষে, যারা কি না সেরা খেলোয়াড়দের ছাড়া এসেছে। এটা মানা কঠিন।' লাহোরের টি২০ সিরিজে ইতিবাচক কিছুই দেখছেন না মিসবাহ, 'আমাদের প্রত্যেকটি বিভাগে ঘাটতি দেখা গেছে। বোলিং, ব্যাটিং এবং বিশেষভাবে স্পিনের বিপক্ষে আমরা যেভাবে আউট হয়েছি ও ডেথ ওভারে যেভাবে বোলিং করেছি। দুটো দলের মধ্যে পরিষ্কার পার্থক্য দেখা গেছে। অনভিজ্ঞ হওয়ার পরও তারা (শ্রীলংকা) শৃঙ্খলাবদ্ধ ছিল ও সবকিছু সঠিক করেছে। অন্যদিকে আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছি।' ২০১৬ সালের সেপ্টেম্বরে অভিষেকের পর থেকে বাবর আজম পাকিস্তানের এক নম্বর টি২০ ব্যাটসম্যান। কুড়ি ওভারের ফরম্যাটের ৩২ ইনিংসে ১ হাজার ২৬৩ রান করেছেন ৫০.৫২ গড়ে, যেখানে ?স্ট্রাইক রেট ১২৭.৯৬। গত দুই বছরে পাকিস্তানের জেতা বেশির ভাগ ম্যাচেই ব্যাট হাতে পার্থক্য গড়ে দিয়েছেন বাবর। শ্রীলংকার বিপক্ষে এই ব্যাটসম্যানের নিষ্প্রভ থাকাটাকেই হারের একটি কারণ হিসেবে দেখছেন মিসবাহ। কিন্তু একজন বাবর আজম নন, আরও অনেক ম্যাচ জেতানো খেলোয়াড় দলে চান পাকিস্তানের নতুন কোচ, 'হঁ্যা আমরা বিশ্বের এক নম্বর দল, কিন্তু আমাদের বেশির ভাগ শক্তি দাঁড়িয়ে আছে বাবর আজমের স্কোরের ওপর। দুই ম্যাচে ও রান পায়নি, আমরা পুরোপুরি ভেঙে পড়েছি। আমাদের ছয় কিংবা আরও বেশি ম্যাচ জেতানো খেলোয়াড় বের করতে হবে, আরও নির্ভরযোগ্য ব্যাটসম্যান লাগবে।' হতাশায় মিসবাহ স্বীকারও করে নিলেন, 'আমরা পুরোপুরি ব্যর্থ, প্রত্যেকটি জায়গায় ভুগেছি। এটা আমাদের জন্য অনেক বড় ধাক্কা। আমরা নিজের শক্তি কাজে লাগাতে পারিনি। একজন কিংবা দুজন নয়, আমরা অনেক বেশি ব্যাটসম্যান খুঁজছি।' মিসবাহর সমালোচনার মুখে পড়ার বড় কারণ শেহজাদ ও উমর আকমলকে ফিরিয়ে আনা। টি২০ দল ঘোষণার পরই শুরু হয়েছিল আলোচনা, আর টানা দুই ম্যাচ হার ও দুই ব্যাটসম্যানের ধারাবাহিক ব্যর্থতার পর এবার বিস্ফোরণ ঘটেছে। যদিও শেহজাদ ও উমর আকমলকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন মিসবাহ।