সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্রাজিলে প্রশিক্ষণের সুযোগ চান ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশের চার তরুণ ফুটবলার ব্রাজিলে এক মাসব্যাপী প্রশিক্ষণ নিয়েছেন। এই কার্যক্রমের সফলতায় সন্তুষ্ট হয়ে এবার বড় প্রকল্প হাতে নিতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উন্নত প্রশিক্ষণের জন্য দীর্ঘমেয়াদে ব্রাজিলে বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলার পাঠাতে চায় বাংলাদেশ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমনটাই জানান। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত এ ব্যাপারে বলেছেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হলে তা খতিয়ে দেখা হবে। রাজধানী ঢাকায় ব্রাজিলের ১৯৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আলোচনায় উঠে আসে অনূর্ধ্ব-১৫ ও ১৭ পর্যায়ের ৪ বাংলদেশি ফুটবলারের কথা। যারা কিছুদিন আগেই এক মাসের ট্রেনিং সেশন শেষ করে এলো সাম্বার দেশ থেকে। তাদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট দুই দেশের কর্মকর্তারাই। এই সফলতাকে তাই এবার আরও বড় পরিসরে কাজে লাগাতে চান মন্ত্রী। নিতে চান দীর্ঘমেয়াদে ব্রাজিলের অনুশীলনের সুযোগ। প্রতিমন্ত্রী বলেন, এক মাসেই যেহেতু তারা এত উন্নতি করেছেন তাই আমরা যদি দুই বছরের প্রশিক্ষণ নিতে পারি তবে তা ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করছি। লাল সবুজের তরুণ প্রতিভাদের নিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের রাষ্ট্রদূতও। বাংলাদেশ সরকার থেকে নতুন কোনো প্রস্তাব আসলে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র বলেন, বাংলাদেশের ফুটবলাররা খুব ভালো। আমাদের দেশের কোচরা তাদের অনেক প্রশংসা করেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব আসলে অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করব। ভারতের কাছে হারল মেয়েরা ক্রীড়া প্রতিবেদক সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও বিন্দুমাত্র লড়াই করতে পারল না বাংলাদেশ নারী 'এ' ক্রিকেট দল। বজায় রাখল ব্যাটিং ব্যর্থতার ধারাবাহিকতা। ঘরের মাটিতে ভারতীয় নারী 'এ' দলের কাছে তারা হলো হোয়াইটওয়াশ। মঙ্গলবার বাংলাদেশের মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। সহজ লক্ষ্য তাড়ায় ৬৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ভারত। এদিন বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা একেবারে খারাপ ছিল না। এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭২ রান তুলে ফেলেছিল তারা। তবে ওপেনার মুর্শিদা খাতুন ৩৩ রান করে বিদায় নেয়ার পর মড়ক লাগে ব্যাটিংয়ে। ৫৬ রানের মধ্যে পতন হয় শেষ ৮ উইকেটের। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন সানজিদা ইসলাম। এছাড়া দুই অঙ্কের ছোঁয়া পান কেবল দুজন। ফারজানা হক ১৬ ও ফাহিমা খাতুন ১০ রান করেন। ভারতের মেয়েদের পক্ষে ৩টি করে উইকেট নেন তনুশ্রী সরকার ও রাশি কানোজিয়া। জবাব দিতে নেমে যস্তিকা ভাটিয়ার ৪৮ ও দেবিকা বৈদ্যর অপরাজিত ৪২ রানে ভর করে ম্যাচ জিতে নেয় ভারত। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা ও শায়লা শারমিন। বাকিটি রানআউট। দুই বছরে একটি ম্যাচও হারেনি দলটি! ক্রীড়া ডেস্ক ক্রিকেটে অস্ট্রেলিয়া দল মানেই বিশেষ কিছু। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি দীর্ঘসময় রাজত্ব করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। কম যায় না তাদের নারী দলও। যার প্রমাণ গেল দুই বছরে কোনো ওয়ানডে ম্যাচে হারের মুখ দেখেনি তারা। আইসিসি তাদের টুইটার পেজে অস্ট্রেলিয়া মহিলা দলের একটি ছবি পোস্ট দিয়ে এ তথ্য তুলে ধরে। ক্যাপশন হিসেবে তারা উলেস্নখ করে 'ডমিনেন্স' অর্থাৎ কর্তৃত্ব! ২০১৭ সালের নভেম্বরে সর্বশেষ ওয়ানডে ম্যাচ হেরেছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল। এরপর থেকে তারা মাঠে নামা মানেই যেন প্রতিপক্ষের পরাজয়ের অপেক্ষা। এই দুবছরে অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ১৭টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলে। সবকটি ম্যাচেই জয়লাভ করে অনন্য নজির স্থাপন করেছে দলটি। বাস্তবেই যেন মহিলা ক্রিকেটে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে ক্যাঙ্গারুরা। মেগ ল্যানিংয়ের নেতৃত্বে দীর্ঘদিন ধরে দারুণ ক্রিকেট খেলে আসছে অস্ট্রেলিয়া। পরবর্তী মহিলা বিশ্বকাপেও অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামবে তারা।