তিন জয়ের পর হার যুবাদের

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক জয়ের ছন্দে উড়ছিল দল। টানা তিন জয়ে জিতে নিয়েছিল সিরিজ। কিন্তু পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ ম্যাচে এসে পথ হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে সহজে জিততে দেয়নি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। শেষ ওভারে এসে জয় পায় স্বাগতিকরা। লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে বুধবার বাংলাদেশের যুবারা প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ২৯৫ রান। জবাব দিতে নেমে ৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। চার ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল যুবারা। তবে বোলাররা আগের ম্যাচগুলোর মতো লাইন-লেন্থ ঠিক রাখতে পারেননি এদিন, বেঁধে রাখতে পারেননি নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে। ৪ উইকেটে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তবে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলা বাংলাদেশের যুবারা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে। ম্যাচে টস ভাগ্য অবশ্য বাংলাদেশের ছিল না। শুরুতে ব্যাট করতে বেশ ভালো সূচনা পেয়ে যায় দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৫ রান তোলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ১২ ওভারে ৭১ রান যোগ করে দলকে ভালো শুরু পাইয়ে দেন। তানজিদ স্বভাবসুলভ মারমুখী ব্যাটিংয়ে করেন ৪৪ বলে ৫১ রান। পারভেজের ব্যাট থেকে আসে ৮২ বলে ৫৫ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেন দ্রম্নত বিদায় নেয়ার পর পঞ্চম উইকেটে ১০৪ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয় ও আকবর আলি। তাদের কল্যাণে ৩০০ ছুঁইছুঁই সংগ্রহ পায় সফরকারীরা। হৃদয় দলের পক্ষে ৭৭ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন। অধিনায়ক আকবর ঝড়ো ব্যাটিংয়ে ৬৬ রান করেন ৪৪ বল খেলে। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডিবি হ্যানকক। তিনি অবশ্য ছিলেন খরুচে। ৯ ওভারে দেন ৭৩ রান। ২ উইকেট পান জেএম টাশকফ। লক্ষ্য তাড়ায় ৫ বল হাতে রেখে ৬ উইকেট খুঁইয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন এফএফ লেলম্যান। টাশকফ অপরাজিত থাকেন ৬৬ রানে। এ ছাড়া ওজে হোয়াইট ৪৫ ও ডবিস্নউজে ক্লার্ক ৩৪ রান করেন। বাংলাদেশের হয়ে ৭৮ রানে ৩ উইকেট শিকার করেন আসাদউলস্নাহ গালিব। একই ভেনু্যতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ৫০ ওভারে ২৯৫/৮ (তানজিদ ৫১, পারভেজ ৫৫, মাহমুদুল ১৩, শাহাদাত ১২, হৃদয় ৭৩, আকবর ৬৬, অভিষেক ১৩*, শরিফুল ০, মুরাদ ১; ফিল্ড ১/৬৩, হ্যানকক ৩/৭৩, টাশকফ ২/৩৯, অশোক ১/৩৪)। নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল : ৪৯.১ ওভারে ২৯৬/৬ (হোয়াইট ৪৫, লেলম্যান ৭৬, ক্লার্ক ৩৪, টাশকফ ৬৬*, ম্যাকেঞ্জি ১৩, পোমারে ১০, অশোক ২৪*; শরিফুল ১/৪১, অভিষেক ১/৪৮, শামিম ০/৪৩, গালিব ৩/৭৮)। ফল : নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে জয়ী।