বাংলাদেশ 'এ' দলের রোমাঞ্চকর জয়

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শ্রীলংকায় 'এ' দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ 'এ' দলের হয়ে ম্যাচসেরা হয়েছেন সানজামুল ইসলাম -ওয়েবসাইট
ক্রীড়া প্রতিবেদক শ্রীলংকা সফরে তিন দিনের এবং ৪ দিনের ম্যাচ ড্র করে উজ্জীবিত হওয়ার কথা যে দলটির। সেই বাংলাদেশ 'এ' দলই কি-না ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাজেভাবেই। ৪ ক্রিকেটারের রিপেস্নসমেন্টে প্রথম ম্যাচে বোঝাপড়াটা হয়নি তেমন। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ 'এ'। শেষ বল থ্রিলারে ১ উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ 'এ'। ৩ মাস আগে প্রেমাদাসায় ওয়ানডে সিরিজের হতাশা আচ্ছন্ন করেছিল 'এ' দলকেও। সিরিজের প্রথম ম্যাচে এই ভেনু্যতে হতাশ পারফরমেন্স থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পেরেছে বাংলাদেশ 'এ'। এবাদত (২/৪৬), সানজামুল (২/৪৩), রাহি (১/৩৯), রনি (১/৪২), সাইফ (১/৩৯), আফিফের (১/১৩) বোলিংয়ে স্বাগতিক শ্রীলংকা 'এ' দলকে ২২৬/৬ এ আটকে রেখেই জয়ের স্বপ্ন দেখেছে নূরুল হাসান সোহানের দল। দ্বিতীয় উইকেট জুটির ৫৯, তৃতীয় উইকেট জুটির ৪১ এবং চতুর্থ উইকেট জুটির ৬৩ রানে জয়ের আবহ পায় বাংলাদেশ দল। মিঠুনের ৮৭ বলে ৫২ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ ?'এ' দলের সামনে স্স্নগে টার্গেট দাঁড়ায় ৬০ বলে ৫৭। তবে হাতে ৭ উইকেট থেকেও শ্বাসরুদ্ধর সমাপ্তি হয় ম্যাচটিতে। স্বপ্ন দেখানো নাইম শেখ (৫৯ বলে ৯ চার এ ৬৮) ৪৮তম ওভারের দ্বিতীয় বলে আউট হলে শেষ ১৬ বলে ১৬ রানের টার্গেট কঠিন হয়ে যায় শেষ ওভারে। শেষ ৬ বলে ৯ রানের লক্ষ্যে পৌঁছুতে ওই ওভারের তৃতীয় বলে রমেশ মেন্ডিজকে মেরেছেন বাউন্ডারি সানজামুল। ওই ওভারের ৫ম বলে রাহি আউট হলে এক বলে ১ রানের লক্ষ্যটা কঠিন হতে দেননি সানজামুল। দলকে জিতিয়েই ফিরেছেন ড্রেসিং রুমে। এই জয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি রূপ পেল ফাইনালে। শ্রীলংকা 'এ': ২২৬/৬ (৫০.০ ওভারে), লালা গামাগে ২৩, কামিন্দু মেন্ডিজ ৬১, প্রিয়মল পেরেরা ৫২,চামিকা করুনারত্নে ২৫*, রাহি ১/৩৯, রনি ১/৪২, এবাদত ২/৪৬, সাইফ ১/৩৯, সানজামুল ২/৪৩,আফিফ ১/১৩। বাংলাদেশ 'এ': ২২৭/৯ (৫০.০ ওভারে), সাইফ ৫, নাইম শেখ ৬৮,শান্ত ২১, মিঠুন ৫২, আফিফ ২৪, সোহান ২৫, আরিফুল ৭, সানজামুল ১১*, রনি ২, এবাদত ১, ফার্নান্দো ২/৩৮, রমেশ মেন্ডিজ ৩/৪০, চামিন্দা করুনারত্নে ২/৩৫। ফল: বাংলাদেশ 'এ' ১ উইকেটে জয়ী।