নেপালকে হারিয়ে ফাইনালে মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় গ্রম্নপ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারায় বঙ্গকণ্যারা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার লড়াইটা শুধু গ্রম্নপ চ্যাম্পিয়ন হবার। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুক্রবার নেপালের বিপক্ষে খেলতে নেমেছিলো আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। পূর্বের দেখায় বাংলাদেশকে হারানোর কোন ইতিহাস নেই হিমালয় কণ্যাদের। সেই ইতিহাসটি অক্ষতই রাখতে পেরেছে প্রায় নতুন করে গড়ে তোলা ছোটনের দল। শুক্রবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিলো বাংলাদেশেরই। অসংখ্য গোলের সুযোগও সৃষ্টি করেছিলো তারা। সবগুলো সুযোগ কাজে লাগাতে পারলে হয়তো জয়টা আরো বড় ব্যবধানে পেতে পারতো সামসুন্নাহার-রিপারা। ম্যাচের ১২ মিনিটে বাংলাদেশ প্রথম গোলটি আদায় করে নিয়ে লিড নেয়। প্রায় মাঝ মাঠ থেকে সতীর্থর পাসে বল পেয়ে নেপালের অর্ধে ঢুকে পড়েন রিপা। তাকে বাধা দিতে ছুটে আসেন প্রতিপক্ষের তিন ডিফেন্ডার। কিন্তু দারুণ দক্ষতায় তাদের কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের দর্শণীয় শটে নেপালের জালে পাঠান রিপা আক্তার (১-০)। ২৪ মিনিটে বাংলাদেশের একজন ফুটবলার বল নিয়ে যাবার মুহুর্তে নিজেদের বক্সে ফাউল করেন নেপালের এক ডিফেন্ডার। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে সামসুন্নাহারের স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজরা (২-০)। তবে ৬৪ মিনিটে একটি গোল শোধ করে ব্যবধান কিছুটা কমায় নেপাল। গোলটি করেন নেপালের ফুটবলার কারকি (২-১)। তিন আসরের মধ্যে এটি প্রথম বারের মতো বাংলাদেশের জালে বল পাঠানো নেপালের। এর আগে বাংলাদেশের বিপক্ষে জয় তো দূরের কথা একটি গোলও করতে পারেনি হিমালয় কণ্যারা। গত আসরেও গ্রম্নপ পর্বে নেপালের সঙ্গে দেখা হয়েছিলো বাংলাদেশের। ওই ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিলো লাল-সবুজের মেয়েরা। প্রথম আসরটিও হয়েছিলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। নিজেদের ঘরে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলো বঙ্গকন্যারা। প্রথম বারের মতো এবারও একই পদ্ধতিতে হচ্ছে টুর্নামেন্ট। তাই গ্রম্নপ চ্যাম্পিয়ন আর রানার্স আপ দল সরাসরি খেলবে ফাইনালে। এবার গ্রম্নপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভুটানকে হারায় ২-০ গোলের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের। গ্রম্নপের চার দলের মধ্যে ফাইনালে যাবার দৌড়ে এগিয়ে ভারত। চূড়ান্ত লড়াইটা বাংলাদেশ ও ভারতের মধ্যেই হচ্ছে সেটা একরকম নিশ্চিতই বলা যায়। কারণ শুক্রবার গ্রম্নপের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ভুটান। যারা বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি। ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়েছিল ৪-১ গোলের ব্যবধানে। সে হিসেবে বাংলাদেশ থেকে ভারত শক্তিধর দল ধরেই নেয়া যেতে পারে। তারা গত আসরের চ্যাম্পিয়নও। তাই ভুটানের বিপক্ষেও জয়টা ভারতের পাবার সম্ভাবনাটাই ৯৫ ভাগ। আর ফলাফলটা যদি ভারতের পক্ষেই যায়। তাহলে ফাইনালেও হবে বাংলাদেশ-ভারত লড়াই। আগামীকাল গ্রম্নপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। একই দিনে নেপাল খেলবে ভুটানের বিপক্ষে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই চার দল নিয়ে গত ৯ অক্টোবর থেকে মাঠে গড়িয়েছে এবারের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়াতে এবার কোনো সেমিফাইনাল থাকছে না।