সিপিএলের ফাইনালে সাকিবরা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০১৬ সালের পর আবারও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শিরোপার হাতছানি সাকিব আল হাসানের সামনে। শুক্রবার সকালে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়ে সিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তোলে বার্বাডোজ। জবাবে ত্রিনবাগো ৩ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৪৮ রানে। তাইতো আগামী রোববারের ফাইনালে বাংলাদেশ সময় ভোর ৪টায় গায়ানার মুখোমুখি হবে বার্বাডোজ। যদিও চলতি আসরে এখনো অপরাজিত আছে গায়ানা। দলটি টানা ১১ জয়ের পথে তিনবার হারিয়েছে বার্বাডোজকে। তিন বছর আগে সাকিব সিপিএলে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা স্বাদ পেয়েছিলেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। ওইবারের ফাইনালেও বাংলাদেশি অলরাউন্ডারের দলের প্রতিপক্ষ ছিল গায়ানা। এবার গায়ানা ১১ ম্যাচের সবগুলো জিতে শিরোপার লড়াইয়ে। সাকিবের মতো বার্বাডোজের সামনেও দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর শেষবার বার্বাডোজ ফাইনালে উঠেছিল ২০১৫ সালে, কাইরন পোলার্ড ছিলেন অধিনায়ক। চার বছর পর সেই পোলার্ডেন ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের সামনে উত্তেজনায় পরিপূর্ণ ম্যাচটি জিতেছে তারা। মৌসুমি বৃষ্টিতে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর। জ্যা পল দুমিনি রিটায়ার্ড হার্টে যেতে বাধ্য হন। ১১২ রানে বার্বাডোজ হারায় ৬ উইকেট। সব কিছুই ছিল তাদের প্রতিকূলে। কিন্তু অ্যাশলে নার্স ও রেমন রেইফারের ঝড়ে ৬ উইকেটে ১৬০ রান তোলে তারা। শেষ দুই ওভারে তাদের জুটিতে এসেছে ৪২ রান। ইনিংস সেরা ৩৫ রান ছিল জনসন চার্লসের ব্যাটে। সাকিব তার সঙ্গে ২৪ রানের জুটি গড়েন।