সবার আগে মূলপর্বে বেলজিয়াম

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফিফার্ যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম গোল উৎসব করে সবার আগে কাটল ২০২০ সালের ইউরো খেলার মূলপর্বের টিকিট। বৃহস্পতিবার রাতে ব্রাসেলসে 'আই' গ্রম্নপের ম্যাচে সান মারিনোকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে রাবার্তো মাটিনেজের দল। রাতের আরেক ম্যাচে মস্কোতে স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে বেলজিয়ামের সঙ্গে মূলপর্বে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে রাশিয়া। এছাড়া ঘরের মাঠে 'সি' গ্রম্নপের ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে মেমফিস ডিপাইয়ের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডস। 'আই' গ্রম্নপের ম্যাচে ইডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুরা জিতেছেন ৯-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ের ফলে ৭ ম্যাচে মাত্র একবার গোল হজম করা বেলজিয়ামের অর্জন ২১ পয়েন্ট। একই গ্রম্নপের দুইয়ে থাকা রাশিয়ার পয়েন্ট ১৮ এবং বৃহস্পতিবার রাতে আস্তানায় কাজাখস্তানকে ২-১ গোলে হারানো সাইপ্রাস ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। 'আই' গ্রম্নপের শীর্ষ দুটি দল সরাসরি খেলবে আগামী বছরের ইউরোর চূড়ান্ত পর্বে। গতবারের বিশ্বকাপ সেমিফাইনালিস্টদের বিপক্ষে সান মারিনো তাদের গোলপোস্ট অক্ষত রাখতে পেরেছিল ২৭ মিনিট পর্যন্ত। এরপর শুরু হয় 'আই' গ্রম্নপের এই ম্যাচের গোল উৎসব। ব্রাসেলসের কিং বোদোইন স্টেডিয়ামে দর্শকদের প্রথমবার উচ্ছ্বাসে মাতান রোমেলু লুকাকু। ২৮ মিনিটে তার ডান পায়ের শটে গোলমুখ খোলে বেলজিয়াম। এই লক্ষ্যভেদে প্রথম বেলজিয়ান হিসেবে জাতীয় দলে ৫০তম গোল করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। তিন মিনিট পর লুকাকুর অ্যাসিস্টে নাসের চাডলি ব্যবধান দ্বিগুণ করেন। ৩৫তম মিনিটে ক্রিস্টিয়ান ব্রোলির আত্মঘাতী গোলে বেলজিয়াম ৩-০ তে এগিয়ে যায়। রিয়াল মাদ্রিদের ইডেন হ্যাজার্ডের বানিয়ে দেওয়া বলে ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লুকাকু। টবি অ্যাল্ডারওয়েইরেল্ডের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে ৪৩ মিনিটে জালে ঢোকে। ইনজুরি সময়ে ইউরি তিয়েলেমান্সের শটে ৬-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। গোল উৎসবে কিছুক্ষণের জন্য ছেদ পড়ে গত ইউরোর কোয়ার্টার ফাইনালিস্টদের। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে ক্রিস্টিয়ান বেনটেকে করেন দলের সপ্তম গোল। বদলি নামার তৃতীয় মিনিটে গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে ৮-০ করেন ইয়ারি ভার্সচায়েরেন। টিমোথি ক্যাস্টাগনে ৯০ মিনিটে করেন শেষ গোল। এদিকে আগের ম্যাচে আজারবাইজানের সঙ্গে ড্রয়ের পর জয়ে ফিরেছে ক্রোয়েশিয়া। স্পিলিতে স্তেদিওন পলজুদে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। 'ই' গ্রম্নপে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্রোটরা।