একই গ্রম্নপে ঢাকা আবাহনী-বসুন্ধরা

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ মাঠে গড়াচ্ছে আগামী ১৯ অক্টোবর থেকে। শুক্রবার ঢাকার একটি হোটেলে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। আটটি দলকে দুই গ্রম্নপে বিভক্ত করা হয়েছে। 'এ' গ্রম্নপে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গী হয়েছে টিসি স্পোর্টস, মোহনবাগান, ইয়ং এলিফ্যান্ট। গ্রম্নপ 'বি'র দলগুলো হলো- বসুন্ধরা কিংস, চেন্নাই এফসি, তেরাঙ্গানো, ঢাকা আবাহনী। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর পর্দা নামবে টুর্নামেন্টের তৃতীয় আসরের। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের মাধ্যমে অনেক দিন পর এক ছাদের নিচে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির, চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরীসহ আরও অনেকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রম্নজোনও ছিলেন। ড্র অনুষ্ঠানের শুরুতে গত দুই আসরের হাইলাইটস দেখানো হয়। একই সঙ্গে লেজার শো প্রদর্শন করা হয়। ফ্যাশন শো ও নৃত্য সংগীতের মূর্ছনায় জমজমাট এক অনুষ্ঠান উপহার দেন আয়োজকরা।