ফাইনালের আগে টেস্ট পরীক্ষা রিপাদের

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগেই আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই প্রতিপক্ষ। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে গ্রম্নপপর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় দুপুর তিনটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যাচটি। যেটি কিনা গ্রম্নপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবার লড়াই। ফাইনালেও একই প্রতিপক্ষ। তাই গ্রম্নপের এই ম্যাচটিকে বলা যায় সামসুন্নাহার-রিপাদের ফাইনালের আগে টেস্ট পরীক্ষা। সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ২০১৭ সাল থেকে। প্রথম আসর থেকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত। শুরুর আসরেই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে গ্রম্নপপর্বে একবার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের মেয়েরা। যে ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩-০ গোলের ব্যবধানে। সেবার বাংলাদেশ গ্রম্নপ চ্যাম্পিয়ন ও ভারত গ্রম্নপের রানার্স আপ হওয়াতে এবারের মতোই ফাইনালে খেলে এই দুই দল। যেখানে ভারতকে ১-০ গোলে হারিয়ে দিয়ে নিজেদের ঘরে এবং প্রথম বারের মতো শিরোপা জিতে লাল-সবুজের মেয়েরা। পরের আসরটি হয়েছে গত বছর ভুটানে। যেখানে বাংলাদেশ ও ভারত খেলেছে দুই গ্রম্নপে। ভারত 'এ' গ্রম্নপের আর বাংলাদেশ 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন হওয়াতে সেমিতেও দেখা হয়নি দু'দলের। শেষ চারে নেপালকে ২-১ গোলে হারায় ভারত। অন্যদিকে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। শিরোপা লড়াইটা হয় বাংলাদেশ-ভারতের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচটিতে লাল-সবুজের মেয়েদের ১-০ গোলে হারিয়ে দিয়ে শিরোপা জেতে ভারত। এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপ সেরা হবার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ ও ভারত। ফাইনালে যেহেতু একই প্রতিপক্ষ। তাই এই ম্যাচে খেলে প্রতিপক্ষের সবলতা-দুর্বলতা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে দু'দলেরই। এবারের আসরে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে আসছে ভারত।