স্পেনের জার্সি গায়ে জড়াচ্ছেন ফাতি

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দলে সুযোগ হয়নি আনসু ফাতির। তার বাদ পড়ার কারণ হিসেবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছিল, আরও বড় পর্যায়ে সুযোগের কথা। সেই ঘোষণার দিন কয়েক পরই স্পেনের জার্সি গায়ে জড়ানোর খবর পেলেন বার্সেলোনার 'বিস্ময়-বালক'। স্পেনের অনূর্ধ্ব-২১ দলে জায়গা পেয়েছেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড। গত মাসে স্পেনের নাগরিকত্ব পেয়েছেন গিনি বিসাউয়ে জন্ম নেওয়া ফাতি। স্পেনের নাগরিকত্ব পেতে গেলে ১০ বছর দেশটিতে থাকতে হয়, ফাতি এই 'শর্ত' ?পূরণ করার পর স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকত্বের বিষয়টি নিয়ে কাজ শুরু করে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলানোর জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তাড়াহুড়ো ছিল বলে জানিয়েছিল ইউরোপিয়ান মিডিয়া। কিন্তু ১৬ বছর বয়সি এই ফরোয়ার্ডের জায়গা হয়নি ব্রাজিলে হতে যাওয়া বিশ্বকাপে।