সৌরভকে ইমরানের সঙ্গে তুলনা করলেন শোয়েব

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি এখন সৌরভ গাঙ্গুলি। টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ককে শুভেচ্ছা জানাচ্ছে ক্রিকেট বিশ্বের সব বোদ্ধারা। এবার এই দলে যোগ দিয়েছেন পাকিস্তান তারকা শোয়েব আখতারও। সাবেক এই গতি দানব নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন। এ সময় সৌরভের সঙ্গে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে তুলনা করেছেন। প্রিন্স অব কলকাতাকে নিয়ে শোয়েব বলেন, 'একজন ব্যক্তি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। তিনি সৌরভ। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভ অধিনায়ক হবার আগে (১৯৯৭-৯৮ সালের আগে) কখনও মনে হয়নি ভারতের ক্রিকেট নিয়ম পাকিস্তানকে হারাতে পারে। ভারতীয় ক্রিকেটের মানসিকতাই বদলে দিয়েছিলেন তিনি। প্রতিভা তুলে আনার বিষয়ে তার যোগ্যতা প্রশ্নাতীত।' ক্রিকেটের দাদা খ্যাত বাম-হাতি ব্যাটসম্যানকে ভারতীয় ক্রিকেটের দুঃসময়ের কান্ডারি বলে উলেস্নখ করেছেন শোয়েব। তিনি বলেন, 'দলের হাল ধরার পর শচিন টেন্ডুলকারকে ওপেন করতে পাঠান। দুইজনে মিলে লম্বা জুটি গড়তেন। তার অধীনে সুযোগ পেয়েছিলেন বিরেন্দ্র শেবাগ, যুবরাজ সিংয়ের মতো ব্যাটসম্যানরা। জহির খান, আশিস নেহারা, হরভজন সিং জায়গা পেয়েছিলেন। এরপর সুযোগ হয়েছিল গৌতম গম্ভীরের। এই দলটি ২০০৪ সালে পাকিস্তান এসে সিরিজ জিতে নিয়েছিল।' ইমরান খানের সঙ্গে সৌরভের মিল রয়েছে উলেস্নখ করে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, 'ইমরান ভাইয়ের নেতৃত্বে পাকিস্তান দলে যারাই সুযোগ পেয়েছেন বড় ধরনের পারফরম্যান্স করতেন। ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, মুস্তাক আহমেদ, আকিব জাবেদ ও ইনজামাম-উল-হকের মতো ক্রিকেটাররা দলে জায়গা করে নিয়েছিলেন। তারাই বদলে দেয় দলটিকে। সৌরভও অনেকটা এমনই করেছিলেন। ভারত দলকে অনেক উঁচু স্থানে নিয়ে গিয়েছিলেন তিনি।'