না জেতার কষ্টটাই বেশি : সাদউদ্দিন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বিশ্বকাপের বাছাইপর্বে ভারত থেকে পয়েন্ট নিয়ে ফেরার লক্ষ্য ছিল বাংলাদেশের। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জয় না পেলেও নিজেদের লক্ষ্য পূরণ করেই ঘরে ফিরেছে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে এসে গোল হজম না করলে বাংলাদেশের জয়ের নায়ক হতে পারতেন সাদউদ্দিন। দেশে ফিরে বাংলাদেশ জাতীয় দলেরও ঢাকা আবাহনীর এই ফরোয়ার্ড জানালেন গোল করতে পেরে যতটা না আনন্দিত হয়েছিলেন, জয় না পেয়ে তার থেকে বেশি কষ্ট নিয়েই ফিরেছেন। ভারতের সল্ট লেক স্টেডিয়ামে বাংলাদেশ হয়তো ৩-৪টি গোল হজম করবে। এমন প্রত্যাশা নিয়েই গ্যালারিতে গিয়েছিলেন ভারতীয় দর্শকরা। কিন্তু উল্টো ৪২ মিনিটে জামাল ভুইয়ার ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেডে গোল করে বাংলাদেশকে ম্যাচে লিড এনে দিয়ে সল্ট লেক স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়েছিলেন যে ফরোয়ার্ড, তিনি হচ্ছেন সাদউদ্দিন। জাতীয় দলের হয়ে এটিই প্রথম গোল সাদের। আর দলের হয়ে এনিয়ে মোটে আটটি ম্যাচ খেলেছেন তিনি। সাদের গোলের পর স্টেডিয়াম জুড়ে প্রায় নীরবতা বিরাজ করছিল। ঘরোয়া ফুটবলে ঢাকা আবাহনীর জার্সি গায়ে খেলেন এই ফুটবলার। দেশে ফিরে সাদ জানালেন, 'আসলে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। সবার মধ্যেই একটাই চিন্তা ছিল সুযোগ কাজে লাগাতে হবে। আমি সুযোগটা পেয়েছিলাম এবং কাজে লাগাতে পেরেছিলাম তার জন্য আমি খুশি। কিন্তু অনুভূতিটা আরও ভালো হতো যদি আমরা জয় নিয়ে ঘরে ফিরতে পারতাম।' জয় না পেলেও ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে পয়েন্টের খাতা খুলেছে বাংলাদেশ। সাদ জানালেন কোচের পরিকল্পনা অনুযায়ীই মাঠে খেলেছেন তারা। তবে যে সুযোগগুলো পেয়েছিলেন, আর দু'একটা কাজে লাগাতে পারলেই জয় নিয়ে ফেরা সম্ভব হতো। এ প্রসঙ্গে এই ফুটবলার বলেছেন, 'আমরা ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই খেলছি। কোচ যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছিলেন আমরা সবাই সেটি মেনে চলতে চেষ্টা করেছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই মাঠে পারফরম্যান্স করেছি। আমাদের দলের সবার মধ্যে বোঝাপড়াও খুব ভালো ছিল।' জাতীয় দলের জার্সি গায়ে ভারতের মতো দলের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন এই ফরোয়ার্ড। অথচ কয়েক মাস আগে ইনজুরিতে পড়ে দর্শক ক্যারিয়ারটাই পড়েছিল হুমকির মুখে। সেখান থেকে দুর্দান্তভাবে ফিরে আসা। গোল করতে পারার আনন্দটা আছে। তবে জয় নিয়ে না ফিরতে পারার কষ্টটাই বেশি বলে জানিয়েছেন সাদউদ্দিন।, 'ইনজুরি থেকে ফেরার পর আমি প্রত্যেক ম্যাচেই সুযোগ পেয়েছি। ভুটানের বিপক্ষে দুই ম্যাচ খেলেছি। কাতারের বিপক্ষে খেলেছি। কিন্তু গোল পাচ্ছিলাম না। এই গোলটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। জাতীয় দলের হয়ে করা প্রথম গোল। গোল পেলে অবশ্যই ভালো লাগে। কিন্তু দলের জয়টাই মুখ্য। তাই নিজের গোলের আনন্দের থেকে না জেতার কষ্টটাই বেশি।'