কোহলির চোখ টি২০ বিশ্বকাপে

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। সময়ের হিসাবে বাকি এক বছরের মতো। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এখনই চোখ রাখছেন অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া কুড়ি ওভারের ওই টুর্নামেন্টে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলছে ভারতের। এরপর আছে বাংলাদেশের বিপক্ষে টি২০ ও টেস্ট সিরিজ। সামনের এক বছরে দ্বিপাক্ষিক আরও প্রতিযোগিতায় নামবে ভারত। এতকিছুর মধ্যেও কোহলি লক্ষ্য স্থির করেছেন ২০২০ সালের টি২০ বিশ্বকা০কে ঘিরে। দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের প্রতিযোগিতাটির শিরোপা জিততে চান তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় অধিনায়ক বলেছেন, '২০২০ সালের টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি নজর রাখছি আমরা। সামনের ১২ মাসে আমরা নিজেদেরকে সর্বোচ্চ সেরা জায়গায় নিয়ে যেতে চাই, যাতে আইসিসির আরেকটি বড় প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।' মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথম ও একমাত্র টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। দ্বিতীয় অধিনায়ক হিসেবে কুড়ি ওভারের শিরোপা জেতার লক্ষ্য কোহলির, '২০০৭ সালে যখন কুড়ি ওভারের ফরম্যাট একেবারে নতুন ছিল, তখন আমরা টি২০ বিশ্বকাপ জিতেছিলাম। তখন থেকে টি২০ ক্রিকেট অনেকটা পথ পাড়ি দিয়েছে, দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতকে এই প্রতিযোগিতার শিরোপা জেতানোটা হবে দারুণ গর্বের।' অবশ্য তার আগেই ভারতের নামের পাশে আরেকটি টি২০ বিশ্বকাপের শিরোপা যোগ হওয়ার সুযোগ রয়েছে। সেটি অবশ্য মেয়েদের দিয়ে। ২০২০ সালের শুরুতে অস্ট্রেলিয়াতেই বসবে মেয়েদের টি২০ বিশ্বকাপের আসর। কোহলির নেতৃত্বে এখনো আইসিসির কোনো শিরোপা জেতা হয়নি ভারতের।