দামি গোলরক্ষক এখন কেপা

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কেপা আরিজাবালাগা
ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি গোলরক্ষক কে? যারা এখনো অ্যালিসন বেকারের নাম মুখে আনছেন, তারা সত্যিই পিছিয়ে আছেন। কারণ, তাকে পেছনে ফেলে দিয়েছেন কেপা আরিজাবালাগা। বুধবার ৭২ মিলিয়ন পাউন্ডে (৮০ মিলিয়ন ইউরো) অ্যাথলেটিক বিলবাও থেকে চেলসিতে নাম লিখিয়েছেন ২৩ বছর বয়সী এই স্প্যানিয়াডর্। থিবো কোতোর্য়া রিয়াল মাদ্রিদে নাম লেখাচ্ছেন। চেলসির গোলপোস্ট সামলানোর জন্য তো উইলি কাবায়েরো-রবাটর্ গ্রিনরা রয়েছেন। উঁহু, এই বুড়োদের ওপর অতটা ভরসা করা যায় না! বøুজদের চাই এমন একজন, যিনি কোতোর্য়ার মতোই ক্ষীপ্র আর দক্ষ হবেন। দলবদল মৌসুম শেষ হওয়ার আগেই নিজেদের পছন্দসই গোলরক্ষক হন্যে হয়ে খুঁজছিল লন্ডনের ক্লাবটি। তাদের সামনে বিকল্প হিসেবে ছিলেন স্টোকসিটির জ্যাক বাটল্যান্ড, অ্যাটলেটিকো মাদ্রিদের জান ওবলাক আর বিলবাওয়ের কেপা। অবশেষে কেপাকেই বেছে নিয়েছে বøুজরা। প্রতিভাধর গোলরক্ষক কেপার বেড়ে ওঠা বিলবাওয়ের যুব একাডেমিতে। ২০১২ সাল থেকে মূল দলে খেলছেন তিনি। স্পেনের অনূধ্বর্-১৮ ও অনূধ্বর্-১৯ দলেও ছিলেন। জিতেছেন ২০১২ সালের অনূধ্বর্-১৯ ইউরো চ্যাম্পিয়নশিপও। তবে এখন পযর্ন্ত জাতীয় দলের হয়ে মাত্র একটি ম্যাচেই পোস্টের নিচে দঁাড়ানোর সুযোগ মিলেছে তার। গত জানুয়ারিতে ১৭.৫ মিলিয়ন পাউন্ডে রিয়ালে প্রায় নাম লিখিয়েই ফেলেছিলেন কেপা। কিন্তু শেষতক বিলবাওয়েই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পযর্ন্ত চুক্তিবদ্ধ হন এই স্প্যানিয়াডর্। যেখানে তার রিলিজ ক্লজ ধরা হয় ৭২ মিলিয়ন পাউন্ড। তবে চেলসির কাছ থেকে আসা প্রস্তাবটা আর ফেলতে পারেনি কেপা। ইংলিশ জায়ান্টদের ‘হ্যঁা’ বলার পর বুধবার কেপার জন্য ক্লাবের নিধাির্রত রিলিজ ক্লজের পুরোটাই লা লিগার প্রধান কাযার্লয়ে জমা দিয়েছে তার আইনজীবীরা। তাতেই দলবদল বাজারে নতুন বিশ্বরেকডর্ গড়ে ফেলেছেন ২৩ বছর বয়সী এই স্প্যানিয়াডর্। পূবর্ রেকডর্ধারী ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন মাসখানেক আগে এএস রোমা থেকে ৬৬.৮ মিলিয়ন পাউন্ডে নাম লেখান লিভারপুলে নাম লিখিয়ে আগের রেকডির্ট গড়েছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন। চুক্তি পাকাপোক্ত করতে ইতোমধ্যেই লন্ডন পেঁৗছে গেছেন কেপা। স্টামফোডর্ ব্রিডে পা রাখার পর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে এই গোলরক্ষকের। ইংলিশ গণমাধ্যমগুলো জানিয়েছেন, এরপর চেলসির সঙ্গে পঁাচ বছরের চুক্তিতে আবদ্ধ হবেন কেপা। আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পর ৭২ মিলিয়ন পাউন্ড বুঝে নেবে কেপার সাবেক ক্লাব বিলবাও। কেপা চেলসিতে আসায় কোতোর্য়ার রিয়ালে যোগদানের বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেল। জানা গেছে, তার জন্য ৩৫ মিলিয়ন পাউন্ড দিতে রাজি হয়েছে মাদ্রিদ জায়ান্টরা। সঙ্গে ডিফেন্সিভ মিডফিল্ডার মাতেও কোভাসিচকে ধারে পাঠানো হতে পারে চেলসিতে।