টেস্ট সিরিজ

শতকে গাভাস্কারের পাশে রোহিত

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রাঁচি টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পেয়ে রোহিত শর্মার উদযাপন -ওয়েবসাইট
আগে ২৭টি টেস্ট খেলে রোহিত শর্মা পেয়েছেন তিনটি সেঞ্চুরি। ৩০তম টেস্ট খেলতেই পেয়েছেন ষষ্ঠ শতকের দেখা। ব্যবধানটা শুধু ব্যাটিংয়ের পজিশনে। আগে খেলেছেন ব্যাটিং লাইন-আপের মাঝে। আর এখন খেলছেন ওপেনার হিসেবে। এতেই বদলে গেছে রোহিতের টেস্ট ব্যাটিংয়ের পরিসংখ্যান। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি রোহিত (১১৭ ব্যাটিং) হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে। প্রোটিয়া বোলার ডেন পিয়েডটের বলে ছক্কা মেরে পৌঁছে যান তিনি তিন অঙ্কের জাদুকরী ফিগারে। সুনীল গাভাস্কারের পর ভারতের দ্বিতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে কোনো টেস্ট সিরিজে তিন বা তার বেশি শতক হাঁকানোর রেকর্ডে নাম লিখেছেন রোহিত। ডান-হাতি এ হার্ড-হিটার শতকে পৌঁছান ১৩ চার আর চার ছক্কায়। শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদেই পরে গিয়েছিল স্বাগতিক ভারত। তাই বেশ সতর্ক হয়েই ব্যাট চালিয়েছেন রোহিত। তবে প্রতিপক্ষের বোলারদের বাজে ডেলিভারিগুলোকে সীমানা পার করেছে দাপটের সঙ্গে। ১৭তম ছক্কা মেরে রোহিত ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমারের (১৫ ছক্কা) রেকর্ড। কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন ভারতীয় এ তারকা ওপেনারের দখলে। টেস্ট ওপেনিং অভিষেকেই বিশাখাপত্তমে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন রোহিত (১৭৬ ও ১২৭)। তবে দ্বিতীয় টেস্টে পুনেতে ঠিক সেভাবে নিজেকে ব্যাট হাতে মেলে ধরতে পারেননি। রোহিতের পর সেঞ্চুরির অপেক্ষায় আছেন এখন আজিঙ্কা রাহানে। ৮৩ (ব্যাটিং) রান নিয়ে তিনি সঙ্গ দিচ্ছেন রোহিতকে (১১৭ ব্যাটিং) রোহিত-রাহানের ব্যাটিং দৃঢ়তায় প্রথমদিন শেষে ভারত প্রথম ইনিংসে ৫৮ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৪ রান। চা বিরতির পর আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেলে আর শুরু করা যায়নি। ফলে শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা। ওপেনার আগরওয়াল ১০, পুজারা ০ ও অধিনায়ক বিরাট কোহলি সাজঘরে ফিরেছেন ১২ রানে। রাঁচি টেস্টে অভিষেক হয়েছে শাহবাজ নাদিমের। কুলদীপ যাদবের কাঁধের চোটে কপাল খুলে যায় ভারতের নতুন মুখ শাহবাজ নাদিমের। কুলদীপের ব্যাক-আপ হিসেবে তাকেই দলে ডেকে নেন নির্বাচকরা। সুবাদে রাঁচি টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেল ঝাড়খন্ডের বাঁ-হাতি এ স্পিনারের। ৩০ বছরের শাহবাজ নাদিম নির্বাচকদের নজর কেড়েছেন ঘরোয়া ক্রিকেটে স্পিন বিষ ছড়িয়ে। ২০০৪ সালে কেরালার বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রেখে ঝাড়খন্ডের এ অভিজ্ঞ ক্রিকেটার হয়ে যান আসরের নিয়মিত মুখ। ভারতীয় 'এ' দলের হয়েও দুরন্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে আসছেন নাদিম। ওয়েস্ট ইন্ডিজ সফরে দাপুটে বোলিংয়ে নিজের সংগ্রহে যোগ করেন ১৫ উইকেট।