পাকিস্তানে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। অদূর ভবিষ্যতে অনূর্ধ্ব ১৬ দলেরও যাওয়ার কথা পাকিস্তানে। জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে টেস্ট ও টি২০ সিরিজ খেলার কথা সাকিব আল হাসানদের। আইসিসির ফিউচার টু্যর পস্ন্যান তো তাই বলছে। এখন প্রশ্ন হচ্ছে- পাকিস্তান সফর কতটা নিরাপদ? অবশ্য এর মধ্যে লংকানরা পাকিস্তানে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলে ইতিবাচক একটা বার্তা দিয়েছে। তাই পাকিস্তান সফর নিয়ে বাংলাদেশও সামনে আগানোর চিন্তা-ভাবনা করছে। তারই অংশ হিসেবে পাকিস্তানে চার সদস্যের নিরাপত্তা দল পাঠিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি পরখ করতেই বৃহস্পতিবার করাচি পৌঁছেছে প্রতিনিধি দল। তবে এ দলে বিসিবি থেকে কাউকে নেওয়া হয়নি। চারজনই সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি। তিন ম্যাচের টি২০ ও দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২৩ অক্টোবর পাকিস্তানে যাওয়ার কথা দেশের নারী ক্রিকেটারদের। চলতি মাসের শেষ দিকে অনূর্ধ্ব ১৬ দল পাঠানোর পরিকল্পনাও আছে বিসিবির। কিন্তু তাদের যাওয়া না যাওয়া নির্ভর করছে করাচি, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও লাহোর সফর শেষে পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর। নারী ক্রিকেটাররা এর আগে ২০১৫ সালে পাকিস্তান সফর করলেও জাতীয় দল যাচ্ছে না ২০০৮ থেকে।