বার্সার অনেকেই চায় না নেইমার ফিরে আসুক: মেসি

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লা লিগায় শনিবার এইবারের বিপক্ষে গোল করায় মেসিকে অভিনন্দনে সিক্ত করছেন লুইস সুয়ারেজ। শেষ পর্যন্ত ৩-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা - ওয়েবসাইট
২০১৭ সালে রেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। দুই বছর না যেতেই পিএসজির এই তারকা ফের পুরনো ক্লাবে ফিরতে চাইছেন। তাকে টানতে চেষ্টার কোনো কমতি অবশ্য রাখেনি কাতালানরা। কিন্তু শেষ পর্যন্ত চলতি মৌসুমে ব্রাজিল ফরোয়ার্ডকে দলে ভেড়াতে পারেনি নু্য-ক্যাম্পের ক্লাবটি। এজন্য লিওনেল মেসি দায়ী করছেন বার্সেলোনারই কিছু ক্লাব সদস্যকে। নেইমার যেভাবে বার্সা ছেড়েছেন তাতে ভবিষ্যতে তার এখানে ফেরার প্রক্রিয়া সহজ হবে না বলে মনে করেন মেসি। এ ব্যাপারে এ তারকা আর্জেন্টিনায় সংবাদমাধ্যম মেট্রো ৯৫.১- কে মেসি বলেন, 'তাকে ফিরিয়ে আনা কঠিন। প্রথমত, তাকে চলে যেতে দেখাটা সহজ ছিল না। দ্বিতীয়ত, সে যেভাবে বার্সা ছেড়েছে। ক্লাবের (বার্সা) সদস্য এবং আরও কিছু মানুষ আছে যারা চায় না নেইমার ফিরে আসুক। শুধু খেলার কথা ধরলে নেইমার বিশ্বের অন্যতম সেরা। কিন্তু অন্যান্য সব বিষয়গুলোও আমি বুঝি।' বার্সেলোনায় আজীবন খেলতে চান মেসি। এ জন্য গুঞ্জন উঠেছিল ক্লাবটির সঙ্গে এ আর্জেন্টিনা তারকা আজীবনের চুক্তি করবেন বলে। কিন্তু ব্যাপারটি এবার উড়িয়ে দিয়েছেন, 'এর আগে বিষয়টি নিয়ে কথা হয়েছে। ইনিয়েস্তা এবং অন্যদের সঙ্গে এটা করা হয়েছে। কিন্তু আমি এমন চুক্তি চাই না যা আমাকে বেঁধে রাখবে। সামনের দিনগুলোতে কেমন লাগবে জানি না। ভালো না লাগলে এখানে (বার্সা) থাকতে চাই না। আমি পারফর্ম করতে চাই, ছুটতে চাই লক্ষ্যের পিছু, আর তাই শুধু চুক্তির জন্য থেকে যেতে চাই না। ঠিক এ কারণেই ধারণাটা (বার্সায় নিজেকে ধরে রাখা) অপছন্দ। কিন্তু এখানে সারা জীবনই থাকব।'