সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৯ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের ওপর চটেছেন ম্যারাডোনা ক্রীড়া ডেস্ক রাগে ফুঁসছেন ডিয়েগো ম্যারাডোনা। সাংবাদিকদের ওপর বেজায় চটে আছেন আজের্ন্টাইন কিংবদন্তি ফুটবলার। তাদের অপরাধ একটাই- কেন ম্যারাডোনাকে আলবিসেলেস্তেদের সম্ভাব্য কোচের তালিকায় রাখা হলো না। আগামী মাসে দুটি প্রীতিম্যাচের জন্য দুইজন কোচকে নিয়োগ দিয়েছে আজের্ন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল স্কালোনি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান কোচ, তার সহকারী হয়েছেন পাবলো আইমার। অথচ সেই কবেই ম্যারাডোনা ঘোষণা দিয়েছেন- বিনা পারিশ্রমিকে তিনি আজেির্ন্টনার কোচ হতে প্রস্তুত। কিন্তু তাকে অগ্রাহ্য করল এএফএ। এ জন্য সাংবাদিকদেরই দায়ী করছেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী তারকা। নিজের ইন্সটাগ্রামে বিরক্তি প্রকাশ করে ম্যারাডোনা লিখেছেন, ‘আজেির্ন্টনা দলের কোচ নিয়োগের বিষয়টি আমাকে বিরক্ত করেছে এই জায়গায় যে, কিছু সাংবাদিক আমাকে সম্ভাব্য কোচের তালিকায় রাখেননি। বিষয়টা দুঃখজনক। এটাই ক্রীড়া সাংবাদিকতার নমুনা, যা আমাদের মতো আজের্ন্টাইনদের রয়েছে।’ আরও ভালো চান গাদির্ওলা ক্রীড়া ডেস্ক ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা দারুণ কাটিয়েছে পেপ গাদির্ওলার ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে তারা লিগ শেষ করেছিল ১০০ পয়েন্ট নিয়ে। নিকটতম প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল ১৯। এবারের প্রিমিয়ার লিগ শুরুর আগে নিকট অতীত নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ গাদির্ওলা। বরং আরও ভালো নৈপুণ্য প্রদশের্নর দিকেই মনোযোগ তার। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পেপ গাদির্ওলা বলেন, ‘সবাই আমাকে জিজ্ঞাসা করছেন যে, কীভাবে আমি এই ১০০ পয়েন্টকেও ছাড়িয়ে যেতে পারি। আমি বলছি, সেটা সম্ভব নয়। আমরা সেই জিনিসটা করতেও আসিনি। ব্যক্তিগতভাবে সব খেলোয়াড়কে আরও ভালো পারফমর্ করতে হবে। এটার দিকেই আমি মনোযোগ দিচ্ছি।’ এবারের মৌসুমে আরও ভালো পারফমর্ করে দেখানোর বিষয়ে আশাবাদী গাদির্ওলা, ‘অবশ্যই আমরা আরও উন্নতি করতে পারব। যদি মনে করি যে সেটা সম্ভব হচ্ছে না, তাহলে আমি সরাসরি বলে দেব, আমি আর সেই দলে নেই। কিন্তু এখনো আমি বিশ্বাস করি, আমরা আরও উন্নতি করতে পারব। তাহলে এবার আরও বেশি দাপট দেখাতে পারব। যদিও শেষ পযর্ন্ত কী হবে তা আমি জানি না। কিন্তু বিশ্বাস করি যে, আমরা আরও ভালো করতে পারব।’ আগামী রোববার আসের্নালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করবে ম্যানচেস্টার সিটি। বুফনের চোখে এমবাপে ‘বিশেষ কিছু’ ক্রীড়া ডেস্ক জুভেন্টাসের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন জিয়ানলুইজি বুফন। শেষ পযর্ন্ত ইতালির জুভেন্টাসের সঙ্গে দীঘির্দনের সম্পকের্র বিচ্ছেদ ঘটিয়ে এবার প্যারিস সেন্ট জামের্ইয়ে (পিএসজি) নাম লিখিয়েছেন এই গোলরক্ষক। ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে সতীথর্ হিসেবে পেয়েছেন নেইমার-এমবাপেদের মতো বিস্ময়কর প্রতিভাধর খেলোয়াড়দের। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের জাসিের্ত রাশিয়া বিশ্বকাপ মাতানো কিলিয়ান এমবাপেকে তো ‘বিশেষ কিছু’ বলেই আখ্যা দিলেন বুফন। রাশিয়া বিশ্বকাপে আলো ছড়িয়ে চারটি গোল করেছেন এমবাপে। ১৯ বছর বয়সী এই তরুণ ফরোয়াডর্ যে ধীরে ধীরে কিংবদন্তি হয়ে উঠছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বুফনের। পিএসজি অফিসিয়াল ক্লাব ম্যাগাজিনকে জুভেন্টাসের সাবেক গোলরক্ষক বলেন, ‘অন্যদের চেয়ে কিলিয়ানের মধ্যে বিশেষ কিছু রয়েছে। আশা করি, তিনি নিরহঙ্কার থেকেই নিজের বিকাশ এবং বাসনা প্রকাশ করবেন। যদি কিলিয়ান তা করেন, তবে তিনি ফুটবল ইতিহাসে নিজের চিহ্ন রেখে যাবেন। একই সঙ্গে খেলার ইতিহাসে কিছু অবিশ্বাস্য নতুন পুষ্ঠা যোগও করতে পারবেন।’