বড় জয়ে শুরু তেরেঙ্গানুর

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শেখ কামাল ক্লাব কাপে শুরুটা দুর্দান্ত করেছে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। মঙ্গলবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রম্নপ 'বি'-এর প্রথম ম্যাচে তারা ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ ক্লাব ভারতের চেন্নাই সিটি এফসিকে। তেরেঙ্গানুর স্ট্রাইকার ব্রম্ননো সুজুকি একাই করেছেন চারটি গোল। ম্যাচের ফল দেখে হয়তো মনে হতে পারে পুরো ম্যাচেই এক তরফা খেলেছে তেরেঙ্গানু। অথচ প্রথমার্ধে তাদের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছিল চেন্নাই সিটি। ৪ মিনিটে মাঝ মাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে সতীর্থ ব্রম্ননোকে পাঠিয়ে দেন তেরেঙ্গানুর লি টাক। ব্রম্ননো ডান প্রান্তে বল বাড়িয়ে দিলে চলতি বলে কোনাকুনি শটে গোল করেন মিডফিল্ডার মোহাম্মদ রহমত বিন মাকাসুফ (১-০)। ২৪ মিনিটে তেরেঙ্গানুর একজন ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেস্নসিং শটে লক্ষ্যভেদ করে চেন্নাইকে সমতায় ফেরান জাপানি মিডফিল্ডার কাটসুমি ইউসা (১-১)। ৩৪ মিনিটে নিজেদের এগিয়েও নেয় ভারতের দলটি। ফরোয়ার্ড মাশহুর শেরিফ তেরেঙ্গানুর বক্সে বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। এরপর বলটি তালুবন্দি করতে পারেননি গোলরক্ষকও। কর্নার বাঁচাতে এগিয়ে যান গোলরক্ষক, তার কাছ থেকে বল কেড়ে নিয়ে জালে পাঠিয়ে দেন মশহুর শেরিফ (২-১)। তবে এর মাত্র ৪ মিনিট পরই আবারও ম্যাচে সমতা আনে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু। সানজার শাকমেদভের ক্রসে নিচু হেডে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড ব্রম্ননো সুজুকি (২-২)। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে বাম প্রান্ত থেকে বল নিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে আবারও তেরেঙ্গানুকে এগিয়ে দেন ব্রম্ননো (৩-২)। তবে প্রথমার্ধ দু'দল প্রায় সমান তালেই লড়াই করলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। এবার কিছুটা একতরফাই খেলতে থাকে তেরেঙ্গানু ক্লাবটি। ৭০ মিনিটে ডান প্রান্ত থেকে মিডফিল্ডার ডেসি মার্সেলের পাসে দুর্দান্ত শটে দলের পক্ষে আরও একটি গোল করেন ব্রম্ননো (৪-২)। এই গোলেই টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকটি করেছেন তেরেঙ্গানুর এই ফরোয়ার্ড। ৮১ মিনিটে বদলি মিডফিল্ডার নূর সরকারের বাড়ানো বলে পেস্নসিং শটে আবারও জ্বলে ওঠেন ব্রম্ননো সুজুকি (৫-২)। তবে ৮৭ মিনিটে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় চেন্নাই। পেড্রো ক্রুজের স্পট কিকে ব্যবধান কিছুটা কমায় তারা (৫-৩)। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হেরে যায় ভারতের ক্লাবটি।