দলীয় সাফল্যে খুশি সাকিব

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। তবে পোশাক ও বলের রং বদলের সঙ্গে সঙ্গে চেনারূপে ফেরেন সাকিব আল হাসান। ব্যাট-বলে তোলেন ঝড়। দলের প্রয়োজনে বলতে গেলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে সফরকারীদের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে টেস্ট ও টি২০ অধিনায়ক সব কৃতিত্ব দিচ্ছেন সতীথের্দর। আগেই জানা গিয়েছিল জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে এখনই দেশে ফিরেছেন না সাকিব। যুক্তরাষ্ট্রে শ্বশুরবাড়িতে কিছুদিন থাকবেন। কিন্তু হঠাৎ করেই তিনিও ফিরেছেন। যে কারণে কিছুটা হলেও দ্বিধাদ্ব›েদ্ব পড়ে গেছেন সংবাদকমীর্রা। তবে ধারণা করা হচ্ছে টেস্ট ও টি২০ অধিনায়ক হজে যেতে পারেন। যদিও এ ব্যাপারে এ বঁাহাতির কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তজাির্তক বিমানবন্দরে সংবাদমাধ্যমকে দলীয় পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘সদ্যই শেষ হওয়া সফরে আমাদের সাফল্যের পেছনে ছিল দলীয় পারফরম্যান্স। সবার যার যার জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। তেমনি আমিও।’ টেস্ট ও টি২০ অধিনায়ক আরও বলেন, ‘সব মিলিয়ে বলতে গেলে এই সফরটা সফল বলতে হবে। তিনটা ট্রফির মধ্যে দুটা জিতেছি। দেশের বাইরে তো এরকম রেজাল্ট আমরা করি না সাধারণত। খুবই সন্তুষ্ট।’ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বিদেশের মাটিতে এবারই প্রথম ওয়ানডে ও টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। সেখানে সাকিবের অবদান ছিল সবচেয়ে বেশি। যদিও তিনি মুখে সেটা বলছেন না। সংবাদ মাধ্যমকে শুধু তিনি জানিয়েছেন, নিজের পারফরম্যান্স নিয়ে খুশি। এ নিয়ে সাকিব বলেন, ‘নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। হয়তো আরও অবদান রাখতে পারলে আরও ভালো হতো। ওভারঅল যে ধরনের পারফরম্যান্স হয়েছে তা নিয়ে খুবই আনন্দিত।’ আগামী মাসেই এশিয়া কাপ। এরপরই ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। জানুয়ারিতে বিপিএল। পরে নিউজিল্যান্ড সফর, আছে বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে পাওয়া আত্মবিশ্বাস ওই টুনাের্মন্টে কাজে দেবে বলে মনে করেন সাকিব, ‘আসলে সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। বিশেষ করে এরকম একটা ভালো সিরিজের পর আমি বিশ্বাস করি, এখান থেকে হয়তো নতুন কিছু করার দিকে চিন্তা করতে পারব। যেটা আমাদের সামনে এশিয়া কাপে অনেক কাজে দেবে।’ এদিকে এশিয়া কাপের আগে হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে চান সাকিব। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে চিকিৎসার ব্যাপারে নিজের ভাবনার কথা জানান বাংলাদেশের টেস্ট ও টি২০ অধিনায়ক। আঙুলের চোট নিয়ে জানতে চাইলে সাকিব বলেন, ‘ফিজিও ভালো বলতে পারবে। এটা তো জানি, এখন সাজাির্র করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায় করলে ভালো হয়, কবে করলে ভালো হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভালো। খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে। আমি তো তাই মনে করি সেটিই হওয়া উচিত। আমি চাই না পুরোপুরি ফিট না থেকে খেলতে। কাজেই সেভাবে যদি চিন্তা করি এশিয়া কাপের আগে হবে এটাই স্বাভাবিক।’ বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী আগেই জানিয়েছেন আঙুলে অস্ত্রোপচার হলে দেড় থেকে দুই মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে সাকিবকে। সেক্ষেত্রে ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপে খেলতে পারবেন না টাইগার অলরাউন্ডার। অক্টোবরে বাংলাদেশ সফর করার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। অস্ত্রোপচার হলে ওই সিরিজেও দলের গুরুত্বপূণর্ ক্রিকেটার থাকবেন অনিশ্চিত। চলতি বছরের ২৭ জানুয়ারি মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে বঁা-হাতের আঙুলে চোট পান সাকিব। অ্যাপোলো হাসপাতালে ভতির্র পর আঙুলে পড়ে দশটি সেলাই। পরে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিয়ে মাচের্ নিদাহাস ট্রফিতে বাংলাদেশের জাসিের্ত ফেরেন। গত দেড়-দুই মাস টানা খেলার মধ্যে থাকায় ক্লান্ত টাইগাররা। যে কারণে আগামী তিন সপ্তাহ ছুটি পাচ্ছেন তারা। এরপরই চলতি মাসের শেষ দিকে (২৭ আগস্ট) এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবেন সাকিব-তামিমরা। এর আগেই অবশ্য এ টুনাের্মন্টের প্রাথমিক দল দিয়ে দেবেন নিবার্চকরা। গত বুধবারই ইঙ্গিতটা দিয়েছেন প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু।