চেলসি ছেড়ে রিয়ালে কতোর্য়া

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
রিয়ালের জাসিের্ত থিবো কতোর্য়া
থিবো কতোর্য়ার জেদের কাছে শেষ পযর্ন্ত হার মানল চেলসি। বেলজিয়ামের এই গোলরক্ষককে তার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে বাধ্য হলো ইংলিশ ক্লাবটি। ২৬ বছর বয়সী কতোর্য়া এখন সান্তিয়াগো বানার্ব্যুতে পা রাখার অপেক্ষায়। তাকে পেতে রিয়াল খরচ করেছে ৩৫ মিলিয়ন ইউরো। চুক্তিটা হয়েছে ছয় বছরের জন্য। বেশ কিছু দিন ধরে চলতে থাকা গুঞ্জন অবশেষে সত্যি হলো। চেলসির সঙ্গে সমঝোতায় পেঁৗছেছে রিয়াল। বুধবার দুটি ক্লাবই নিজেদের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। কতোর্য়ার পরিবার অথার্ৎ স্ত্রী-সন্তানরা বসবাস করেন মাদ্রিদে। রিয়ালের প্রস্তাব পেয়ে তাই মরিয়া হয়ে উঠেছিলেন বেলজিয়ামের এই গোলরক্ষক। ক্লাব চেলসির সঙ্গে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছিলেন রিয়ালে যোগ দেয়ার জন্য। কিন্তু চেলসি কিছুতেই তাকে ছাড়তে রাজি হচ্ছিল না। বাধ্য হয়ে কতোর্য়া হানেন মোক্ষম এক অস্ত্র। করে বসেন মানবিক এক বায়না। দাবি করেন ছোট ছোট দুই সন্তানের কাছে থাকাটা তার খুব প্রয়োজন। সন্তানদের কাছে থাকার দোহাই দিয়েই চেলসির কতাের্দর কাছে ক্লাব ছাড়ার অনুমতি দাবি করেন। পেশাদারি খোলস ছেড়ে চেলসি কতার্রা বাধ্য হয়েছেন কতোর্য়ার সেই মানবিক আবেদনে সাড়া দিতে। আর তাতে কতোর্য়ার মনের ইচ্ছাই শুধু পূরণ হয়নি, চারদিক থেকে ‘না’ শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়া রিয়াল কতার্রাও ফেলতে পারলেন স্বস্তির নিঃশ্বাস। অন্তত একজন খেলোয়াড়কে কিনতে সক্ষম হওয়ার স্বস্তির নিঃশ্বাস। রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনাল পযর্ন্ত তুলতে গুরুত্বপূণর্ ভূমিকা রেখেছিলেন কতোর্য়া। বিশ্বকাপের সেরা গোলরক্ষেকের ট্রফি জিতে নেন তিনি। রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন শোনা গেছে, রিয়ালে যাচ্ছেন কতোর্য়া। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই গুঞ্জন হয়েছে আরও জোরালো। এ নিয়ে সব সন্দেহ দুদিন আগে দূর করে দিয়েছেন তার এজেন্ট। সরাসরি বলে দিয়েছেন, মানবিক কারণে হলেও কতোর্য়াকে চেলসির ছেড়ে দেয়া উচিত। এরপর টানা দুই দিন চেলসির সঙ্গে অনুশীলনে যোগ দেননি এই গোলরক্ষক। আর তাই কেপাকে কিনে কোতোর্য়াকে ছেড়ে দিয়েছে চেলসি। কতোর্য়াকে ৩৫ মিলিয়ন ইউরোয় কিনতে সম্মত হয়েছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ৬ বছরের চুক্তি করবেন তিনি। এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘থিবো কতোর্য়ার দলবদলের ব্যাপারে ঐকমত্য হয়েছে চেলসি ও রিয়াল মাদ্রিদ। তাকে ৬ বছরের জন্য চুক্তিবদ্ধ করা হবে। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।’ বেলজিয়ামের ক্লাব গেঙ্কের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা কোতোর্য়াকে ২০১১ সালে দলে ভিড়িয়েছিল চেলসি। সেই বছরই তাকে ধারে পাঠানো হয় অ্যাটলেটিকো মাদ্রিদে। মাদ্রিদের ক্লাবটিতে তিন মৌসুম খেলেই নজর কেড়ে নেন কতোর্য়া। রিয়াল তাকে সই করানোয় আলাদা এক কাতারেও যোগ হলো কোতোর্য়ার নাম। অ্যাটলেটিকো ও রিয়াল মাদ্রিদের এই দুটি প্রতিবেশী দলেই খেলা ৪৫তম খেলোয়াড় হবেন কতোর্য়া।