শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ

সেমির লড়াইয়ে মুখোমুখি মোহনবাগান-তেরেঙ্গানু

ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের মুখোমুখি হতে যাচ্ছে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। দুই দলেরই লক্ষ্য ফাইনালে খেলা। তবে তুলনামূলক শক্তিধর ক্লাব তেরেঙ্গানু এফসির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসটা একটু বেশি

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় সেমিফাইনাল হতে যাচ্ছে আজ। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের মুখোমুখি হতে যাচ্ছে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু এফসি। দুই দলেরই লক্ষ্য ফাইনালে খেলা। তবে তুলনামূলক শক্তিধর ক্লাব তেরেঙ্গানু এফসির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসটা একটু বেশি। ভারতের মোহনবাগান টুর্নামেন্টের সেমিফাইনালে এসেছে 'এ' গ্রম্নপের রানার্সআপ হিসেবে। অন্যদিকে তেরেঙ্গানু এফসি এসেছে 'বি' গ্রম্নপের চ্যাম্পিয়ন হয়ে। গ্রম্নপে তিন ম্যাচের মধ্যে মোহনবাগান নিজেদের প্রথম ম্যাচে ইয়ং এ্যালিফেন্টের কাছে হেরে যায় ২-১ গোলের ব্যবধানে। এরপর টিসি স্পোর্টসের বিপক্ষে ২-০ গোলের জয় পায় তারা। তৃতীয় ম্যাচে শক্তিধর স্বাগতিক চট্টগ্রাম আবাহনীকে এবারের আসরের প্রথম হারের তিক্ত স্বাদটি দেয় ভারতের ক্লাবটিই। যে ম্যাচে তারা ১-০ গোলের জয় পায়। তাদেরও চট্টলার মতো সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রম্নপের রানার্সআপ হয় তারা। অন্যদিকে তেরেঙ্গানু এফসি নিজেদের গ্রম্নপে তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে ড্র করে। প্রথম ম্যাচে তারা ৫-৩ গোলে হারায় চেন্নাই সিটি এফসিকে। এরপর গুকোলাম কেরালার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। তৃতীয় ম্যাচে বসুন্ধরা কিংসকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে দেয় মালয়েশিয়ার ক্লাবটি। যে কারণে সেমির আগে বেশ ফুরফুরে মেজাজেই আছে তারা। দলটির কোচ নাফুজি বিন জারিন বলেন, 'আমাদের লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি জিতে ফাইনালে খেলা। কারণ শিরোপা জিততেই এখানে এসেছি আমরা। আমাদের দলীয় অধিনায়ক আগেও এ দেশে খেলেছে। এখানের পরিবেশের সঙ্গে সে নিজেকে মানিয়ে নিয়েছে।' আত্মবিশ্বাসী এই তরুণ কোচ আরও বলেন, 'জানি ম্যাচটি মোটেও সহজ হবে না। সেমিফাইনালে সব দলই চাইবে জিতে ফাইনালে খেলতে। তবে আমাদের কোনো চাপ নেই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটি খেলেই আশা করি ফাইনালে যেতে পারব।' দলের ধারাবাহিক উন্নতিতে খুশি মোহানবাগান কোচ জোশে অ্যান্টোনিও ভিকুনা। প্রতিপক্ষ শক্তিধর হলেও এই ধারাবাহিকতা ধরে রাখতে আশাবাদী তেরেঙ্গানুর বিপক্ষেও, 'ওরা খুব ভাল দল। ওদের কয়েকজন ফুটবলার খুব ভাল। তবে আমরাও প্রস্তুত ম্যাচটি খেলতে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আশা করছি এই ম্যাচ জিতে ফাইনালে খেলবে আমার দল'। মোহনবাগানের বাঙালি গোলরক্ষক দেবজিত মজুমদারও তেরেঙ্গানুকে সমীহ করে বলেন, 'যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ কঠিন হয়। আমরা প্রথম ম্যাচ হারের পর কোচ বলেছিলেন, প্রথম ম্যাচ হেরেছি এটা ভুলে যেতে হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ আমাদের হাতে আছে। এগুলো জিততে হবে। আমরা কোচের কথামতো খেলেছি। আশা করছি সেমিফাইনালেও সফল হতে পারবো। ওদের ফরোয়ার্ডরা দ্রম্নত ফুটবল খেলে। এটা আমাদের মাথায় আছে।' উলেস্নখ্য, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ মাঠে গড়ায় গত ১৯ অক্টোবর থেকে। দেশ বিদেশের ৮টি ক্লাব অংশ নেয় এবারের আসরে। যদিও কথা ছিল ৩০ অক্টোবর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। তবে এই স্বল্প সময়ের মধ্যেই বেশ কয়েকবার সূচি পরিবর্তন করেছে আয়োজকরা। গ্রম্নপ পর্বে এমনকি সেমিফাইনাল শুরুর আগের দিনও বদলে গেছে সূচি। যে কারণে একদিন পিছিয়ে আগামী ৩১ অক্টোবর শেষ হচ্ছে টুর্নামেন্ট।