অভিমত বাংলাদেশের কোচ ডমিঙ্গোর

সাকিব না থাকা দলের বিশাল ক্ষতি

যে কেউই সাকিবকে মিস করবে। সে অসাধারণ একজন ক্রিকেটার, আর শীর্ষ অলরাউন্ডার। তাকে না পাওয়া বড় একটা শূন্যতা সেটা নিয়ে সন্দেহ নেই। আমাদের ১৫ জনের একটা গ্রম্নপ আছে। ওদের সবার ওপর আমাদের আস্থা আছে। অবশ্যই আমাদের দুজন বড় খেলোয়াড়ের বিকল্প (সাকিব ও তামিম) খুঁজে বের করতে হবে, তবে একই সঙ্গে এটা তরুণদের জন্য একটা সুযোগও - রাসেল ডমিঙ্গো

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
দিলিস্নর অরুন জেটলি স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনের অনুশীলনে এভাবেই মুখে মাস্ক পড়ে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও স্পিন বোলিং উপদেষ্টা ডেনিয়েল ভেট্টোরি -ওয়েবসাইট
সাকিব আল হাসান নেই, তবে না থেকেও যেন আছেন দিলিস্নতে। বাংলাদেশের প্রথম টি২০ আগামীকাল রোববার, তার আগে শুক্রবার দিলিস্নতে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাকিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন হলো স্বাভাবিকভাবেই। বাংলাদেশ কোচ স্বীকার করলেন, সাকিবের না থাকা দলের কয়েকজনের ওপর একটু প্রভাব ফেলেছে। সাকিবের অনুপস্থিতি দলের জন্য বিশাল ক্ষতি বলে জানিয়েছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। দলে তাকে না পাওয়ার বিষয়ে কোচ আরও বলেন, যে কেউই সাকিবকে মিস করবে। সে একজন দারুণ ক্রিকেটার এবং বিশ্বের নেতৃস্থানীয় একজন অলরাউন্ডার। আইসিসির দুর্নীতিবিরোধী আইন ভঙ্গের দায়ে গত মঙ্গলবার ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। তিন দিন আগে মিরপুরে সংবাদ সম্মেলনে দিবা-রাত্রির টেস্ট খেলার ঘোষণা দেওয়ার সময় সাকিবকে নিয়ে করা কোনো প্রশ্নের উত্তর দেননি। বাংলাদেশের কোচিং স্টাফের জন্য এই ধাক্কাটা এমনিতেই বেশ বড়। এই সিরিজের পরিকল্পনা ছিল সাকিবকে নিয়েই, টি২০ আর টেস্ট দুই সংস্করণেরই অধিনায়ক ছিলেন সাকিব। কিন্তু কয়েকদিনের ব্যবধানে এখন পরিকল্পনা করতে হচ্ছে নতুন করে, দলে নিতে হয়েছে আরও তিনজনকে। ডমিঙ্গো মানলেন, সাকিবকে মিস করছে দল, 'যে কেউই সাকিবকে মিস করবে। সে অসাধারণ একজন ক্রিকেটার, আর শীর্ষ অলরাউন্ডার। তাকে না পাওয়া বড় একটা শূন্যতা সেটা নিয়ে সন্দেহ নেই।' তবে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ মনে করিয়ে দিলেন, 'আমাদের ১৫ জনের একটা গ্রম্নপ আছে। ওদের সবার ওপর আমাদের আস্থা আছে। অবশ্যই আমাদের দুজন বড় খেলোয়াড়ের বিকল্প (সাকিব ও তামিম) খুঁজে বের করতে হবে, তবে একই সঙ্গে এটা তরুণদের জন্য একটা সুযোগও। বেশ কয়েকজন দারুণ তরুণ খেলোয়াড় আছে আমাদের।' সাকিবকে হারানোর ধাক্কা যে দলের কয়েকজনের ওপরও প্রভাব ফেলেছে, সেটা স্বীকার করলেন ডমিঙ্গো, 'সাকিবের নিষেধাজ্ঞা কয়েকজনের ওপর কিছুটা প্রভাব ফেলেছে। সে একটা ভুল করেছে, এখন সেটার মূল্য দিতে হচ্ছে। দলের ওপর কিছুটা প্রভাব তো আছেই। তবে এখন আমাদের মনোযোগ আর ফোকাস পুরোটাই সিরিজের ওপর। একই সঙ্গে আমরা টি২০ বিশ্বকাপ নিয়েও প্রস্তুতি নিচ্ছি।' দিলিস্নতে ক্রিকেট যতটা আলোচনায়, তার চেয়ে অনেক বেশি এখন বায়ুদূষণ। প্রথম টি২০'র আগে টানা দুই দিন দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে মাস্ক পরে অনুশীলন করেছেন বাংলাদেশের কজন ক্রিকেটার ও কোচিং স্টাফ। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও স্বীকার করে নিয়েছেন, কন্ডিশন আদর্শ নয়। তবে এটা নিয়ে অভিযোগ করছেন না ডমিঙ্গো। ডমিঙ্গো অবশ্য বলছেন, সমস্যা যে একদমই হচ্ছে না তা নয়। তবে অভিযোগ করার মতো কিছু নয় বলেই মনে করছেন। ভারতের রাজধানী নয়াদিলিস্নতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে রাজনৈতিক কারণে নয়, জনস্বাস্থ্যের ঝুঁকিতে। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই তা করেছে পরিবেশ কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ মাস্ক বিতরণ করার সময় দিলিস্নকে গ্যাস চেম্বারের সঙ্গে তুলনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দ্বিতীয় দিনের অনুশীলনেও মাস্ক পরে অনুশীলন করতে দেখা গেছে আল আমিন, আবু হায়দারদের। ভেট্টোরি থেকে কোচিং স্টাফদের অনেকেই মুখে মাস্ক ছিল। খোদ ডমিঙ্গোই মাস্ক পরে নেমেছিলেন গতকাল। তবে পুরো ব্যাপারটা অসহনীয় পর্যায়ে যায়নি বলে মনে করছেন ডমিঙ্গো, 'আমরা জানি শ্রীলংকানরা এখানে এসে এই ব্যাপারটা নিয়ে ভুগেছিল। দেখুন, বাংলাদেশেও যে দূষণের সমস্যা একদম নেই তা নয়। কিছু দেশের জন্য হয়তো হতে পারে, তবে আমাদের কাছে এটা বড় কোনো ধাক্কা নয়। ছেলেরা এটা নিয়েই মাঠে খেলতে চায়, আমরা এই ব্যাপারে খুব বেশি অভিযোগও করছি না।' শুক্রবার অবশ্য সময় গড়ানোর সাথে সাথে খেলোয়াড়েরা মানিয়ে নিয়েছেন, মাস্কও খুলে ফেলেছেন। তবে ভেট্টোরিদের মুখে মাস্ক ছিল। ডমিঙ্গো মেনে নিলেন, এই কন্ডিশন ঠিক আদর্শ নয়, 'আমাদের প্রায় তিন ঘণ্টারও বেশি সময় অনুশীলনে থাকতে হচ্ছে। কারও গলায় ব্যথা, আবার কারও চোখে জ্বালাপোড়া হচ্ছে। তবে এমন নয়, যে আমরা মরে যাচ্ছি। এটা মেনে নিয়েই খেলব আমরা।' বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী পড়শু বলেছেন, শেষ মুহূর্তে দিলিস্ন থেকে ভেনু্য সরিয়ে নেওয়া এখন আর সম্ভব নয়। তবে সামনে দিলিস্নতে ভেনু্য রাখার ব্যাপারে চিন্তা করা হবে। ভারত দল অবশ্য এই কদিন অনুশীলন করছে ইনডোরে। আর ম্যাচ রাতে বলে বেশি সমস্যা হবে বলে মনে করছে না বিসিসিআই। রোববার দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি২০তে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।