বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন কারিনা

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বলিউড তারকা কারিনা কাপুর -ওয়েবসাইট
২০২০ মহিলা টি২০ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই ট্রফি উন্মোচন করেন। শুক্রবার টি২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচনের পর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি ছবিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে- বাদামি রঙের বেস্নজারের সঙ্গে কালো ইনার এবং সঙ্গে পরেছিলেন বাদামি রঙের প্যান্ট। শুধু ট্রফি উন্মোচন নয়, গ্যালারিতে বসেও ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে বলিউডের এই তারকাকে। আগামী বছরের ২১ ফেব্রম্নয়ারি থেকে মহিলা টি২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে। চলবে ৮ মার্চ পর্যন্ত। সবশেষ টি২০ বিশ্বকাপের সেরা আট দল এবারের বিশ্বকাপে সরাসরি সুযোগ পেয়েছে। এ বছরের জানুয়ারিতে টুর্নামেন্টের ফিকশ্চার প্রকাশ করা হয়েছে। সে অনুসারে ২১ ফেব্রম্নয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। পুরুষদের টি২০ শুরু হবে ১৮ অক্টোবর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। স্কটল্যান্ডে অনুষ্ঠিত বাছাইপর্বে জয়লাভ করে বাংলাদেশ এ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। টাইগ্রেসদের সঙ্গে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে থাইল্যান্ড। ২৭ ফেব্রম্নয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। অস্ট্রেলিয়া ছাড়াও গ্রম্নপ 'এ'তে ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলংকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। মহিলা টি২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে মিল রেখে ৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।