মিরপুরেই মাইলফলক ছোঁয়ার হাতছানি

৬০০ থেকে ছয় পা দূরে রাজ্জাক

বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আব্দুর রাজ্জাক। ৬০০ উইকেট শিকারের চূড়া ছুঁতে খুলনার বাঁহাতি স্পিনারের দরকার কেবল ৬টি দুর্দান্ত ডেলিভারি।

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার রাজ্জাকের দল খুলনা খেলবে রংপুরের বিপক্ষে। রাজ-ভক্তরা নিশ্চয় চাইবেন হোম অব ক্রিকেটেই গৌরবে নাম উঠিয়ে ফেলবেন এই ক্রিকেটার -ফাইল ফটো
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে গত বছরের জানুয়ারিতে গড়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেয়ার কীর্তি। বিসিবির কাছ থেকে পান সম্মাননা। সেই তালিকায় আর কেউ নাম লেখানোর আগেই আরও বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আব্দুর রাজ্জাক। ৬০০ উইকেট শিকারের চূড়া ছুঁতে খুলনার বাঁহাতি স্পিনারের দরকার কেবল ৬টি দুর্দান্ত ডেলিভারি। আজ শনিবার শুরু হবে জাতীয় লিগের চতুর্থ রাউন্ড। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রাজ্জাকের দল খুলনা খেলবে রংপুরের বিপক্ষে। রাজ-ভক্তরা নিশ্চয় চাইবেন হোম অব ক্রিকেটেই গৌরবে নাম উঠিয়ে ফেলবেন তিনি। জাতীয় লিগের ২১তম আসর শুরুর আগে রাজ্জাকের উইকেট ছিল ৫৮১টি। তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছয়শ'র খুব কাছে চলে এসেছেন বাংলাদেশ দলকে একসময় স্পিনে নেতৃত্ব দেয়া রাজ্জাক। ২০০১-০২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত রাজ্জাক একশ উইকেটের দেখা পান ২০০৪-০৫ মৌসুমে। ২০০ উইকেট ছুঁতে লেগে যায় দীর্ঘ সময়, ২০১২-১৩ মৌসুমে। ৩০০ ছুঁতে সময় নেন কেবল এক মৌসুম। বল হাতে অদম্য ছুটে চলা রাজ্জাক ২০১৮-১৯ মৌসুমে এসে সেটি করে ফেলেছেন প্রায় দ্বিগুণ। ৩৭ বছর বয়সি রাজ্জাক ১৯ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ। ৩৮বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। সেরা বোলিং ৮৪ রানে ৯ উইকেট। এ বাঁহাতি স্পিনার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দশবার। ক্রিকেটারদের আন্দোলনের কারণে তৃতীয় রাউন্ড পিছিয়ে যাওয়ায় চতুর্থ রাউন্ডেও পড়েছে প্রভাব। বৃহস্পতিবারের জায়গায় যেটি শুরু হচ্ছে শনিবার। খেলা শুরুর তারিখের সঙ্গে বদলেছে ভেনু্য। রংপুরের হোম গ্রাউন্ডে ম্যাচটি হওয়ার কথা থাকলেও এখন হবে নিরপেক্ষ ভেনু্য মিরপুরে। ম্যাচে রাজ্জাক ৬ উইকেট তুলে নিতে পারলে গৌরবময় আরও একটি ইতিহাসের সাক্ষী হতে পারবে শেরেবাংলা স্টেডিয়াম। চতুর্থ রাউন্ডে রাজশাহী মোকাবিলা করবে ঢাকা বিভাগের। সিলেট ও বরিশালের মধ্যকার খেলাটি হবে কক্সবাজারে। ঢাকা মেট্রো ও চট্টগ্রাম বিভাগের খেলাটি হবে চট্টগ্রামে।