উইলিয়ামসনের বোলিং অ্যাকশন বৈধ

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চাইলে আবারও বল হাতে নিতে পারেন খন্ডকালীন অফস্পিনার কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়কের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত আগস্টে গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে উইলিয়ামসনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট করেন আম্পায়াররা। ওই ম্যাচে ৩ ওভার বল করে ৯ রান দেন, ছিলেন উইকেটশূন্য। আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট হলে ওই বোলারকে আবার বল করতে হলে একটি স্বতন্ত্র পরীক্ষায় বসতে হবে। আইসিসি বলেছে, ইংল্যান্ডের লাফবোরোতে গত ১১ অক্টোবর তার বোলিং যাচাই করা হয়। সব ডেলিভারিতে তার কনুই তাদের বেঁধে দেওয়া ১৫ ডিগ্রির মধ্যে ছিল। শুক্রবার তারা বিবৃতিতে জানায়, 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে।'