সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নামিবিয়া ম্যাচে শুরু বাংলাদেশের টি২০ বিশ্বকাপ ক্রীড়া প্রতিবেদক নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ায় বসতে যাওয়া ২০২০ টি২০ বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ১৯ অক্টোবর, হোবার্টের বেলেরিভ ওভালে। টাইগারদের পরের দুই ম্যাচ ২১ অক্টোবর নেদারল্যান্ডস এবং ২৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সাতটি ভেনু্যতে বিশ্বকাপের যে মহাযজ্ঞ হবে, এর বাছাই উতরে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে সদ্যশেষ কোয়ালিফাই খেলে বিশ্ব আসরে জায়গা করে নেয় দলগুলো। এর মধ্যে আরব আমিরাত ও পাপুয়া নিউগিনি প্রথমবারের মতো বিশ্ব আসরে নামতে যাচ্ছে। আসর শুরু হবে ১৮ অক্টোবর, চলবে ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত। এই ছয় দল বিশ্বকাপের প্রথম রাউন্ডের্ যাংকিংয়ে ৯ নম্বর দল বাংলাদেশ ও দশ নম্বর শ্রীলংকার সঙ্গে খেলবে। সেখানে গ্রম্নপ 'এ'তে শ্রীলংকার সঙ্গে যোগ দেবে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান। আর গ্রম্নপ 'বি'তে বাংলাদেশের সঙ্গী নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড। গ্রম্নপ 'এ'র ম্যাচগুলো হবে ১৮-২২ অক্টোবর এবং গ্রম্নপ 'বি'র ম্যাচগুলো হবে ১৯-২৩ অক্টোবর পর্যন্ত। প্রথম রাউন্ড শেষে গ্রম্নপ 'এ'র শীর্ষ এবং গ্রম্নপ 'বি'র রানার্সআপ দল যোগ দেবে সুপার ১২'র গ্রম্নপ-১তে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রথম রাউন্ডের গ্রম্নপ 'এ'র রানার্সআপ ও গ্রম্নপ 'বি'র শীর্ষ দল সুপার ১২'র গ্রম্নপ-২তে থাকা ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সঙ্গে যোগ দেবে। মূল পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কখনো টি২০ বিশ্বকাপ না জেতা স্বাগতিক অস্ট্রেলিয়া এবংর্ যাংকিংয়ের এক নম্বর দল ও ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান। ম্যাচ হবে ২৪ অক্টোবর, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ-ভারত টি২০ নম্বর ১০০০ ক্রীড়া ডেস্ক দিলিস্নর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি ঐতিহাসিক হয়ে উঠেছে ১০০০তম টি২০ বলে। ২০০৫ সালের ১৭ ফেব্রম্নয়ারি মাঠে গড়িয়েছিল প্রথম আন্তর্জাতিক টি২০। প্রায় ১৫ বছরের পরিক্রমায় সেটি পৌঁছে যাচ্ছে হাজারে। ২০০৬ সালে টি২০ শুরু করা বাংলাদেশের জন্য এটি ৯০তম ম্যাচ ছোট ফরম্যাটের সংস্করণে। আর ভারতের ১২১তম। শনিবার ছিল আরও দুটি টি২০ ম্যাচ। নিউজিল্যান্ড-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া-পাকিস্তান মাঠে নেমেছিল। তবে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশ-ভারত ম্যাচের পাশে বসছে ১০০০ সংখ্যাটি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি২০ ক্রিকেট যাত্রা শুরু করলেও সবচেয়ে বেশি খেলেছে পাকিস্তান (১৪৭ ম্যাচ)। জয়সংখ্যাও বেশি তাদের (৯০)। একশর কম ম্যাচ খেলা বাংলাদেশ জিতেছে ২৯ বার। প্যারিস মাস্টার্স থেকে সরে দাঁড়ালেন নাদাল ক্রীড়া ডেস্ক রজার ফেদেরার আগেই সরে দাঁড়িয়েছিলেন। যে কারণে টেনিসপ্রেমিরা প্যারিস মাস্টার্সের শিরোপা নির্ধারণী ম্যাচে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের লড়াই দেখার অপেক্ষায় ছিলেন। সব কিছু কিন্তু ঠিকই চলছিল। কিন্তু শনিবার বাংলাদেশ সময় রাতে হঠাৎ করেই তলপেটে চোটের কারণে দ্বিতীয় সেমিফাইনাল শুরুর ঠিক আগে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন স্প্যানিশ তারকা। নাদালের সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে প্যারিস মাস্টার্সের ফাইনালে জকোভিচের মুখোমুখি হচ্ছেন ডেনিস শাপোভালোভ।