ঘড়ির কঁাটা এগিয়ে দেবে জাপান!

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অতিরিক্ত তাপমাত্রার কারণে চিন্তায় পড়েছে ২০২০ সালের অলিম্পিক আয়োজক দেশ জাপান। এ বছরের জুলাইয়ে দেশটির অতিরিক্ত তাপপ্রবাহের কারণেই এ বিষয় নিয়ে ভাবতে হচ্ছে আয়োজকদের। আর এই গরম থেকে অ্যাথলেটদের বঁাচাতে দুই ঘণ্টা সময় পরিবতের্নর কথা ভাবছে জাপান। এ বছরের জুলাইতে রেকডর্ তাপপ্রবাহের কারণে জাপানে প্রায় ১২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হিটস্ট্রোকের কারণে ২২ হাজারেরও বেশি মানুষকে হাসপাতালে ভতির্ হতে হয়েছে। যেখানে প্রায় অধের্কই ছিলেন বয়স্ক। এমন তাপমাত্রার কথা মাথায় রেখেই ২০২০ সালের অলিম্পিকে যেন অ্যাথলেটদের ওপর কোনো প্রভাব না পড়ে, সে জন্য অলিম্পিক চলাকালে ঘড়ির কাঁটা দুই ঘণ্টা এগিয়ে দেয়ার পরিকল্পনা করছে আয়োজক দেশ জাপান। ২০২০ সালের জুলাই-আগস্টে বসবে টোকিও অলিম্পিক আসর।