বিশ্বকাপ ফুটবল বাছাই

শিষ্যদের ফিটনেসে সন্তুষ্ট জেমি ডে

কোচ বলেন, 'আমাদের প্রথম দিনের অনুশীলনে ছেলেদের ফিটনেসের বর্তমান অবস্থা কেমন সেটি যাচাই করে দেখতে চেষ্টা করেছি। স্বস্তির ব্যাপার হলো ওরা দারুণ অবস্থায় আছে।'

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আগামী ১৪ নভেম্বর ওমানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অনেক বাধা-বিপত্তি কাটিয়ে সোমবার রাতে ওমান পৌঁছে লাল-সবুজরা। গত দুই দিন ধরে সেখানে অনুশীলন করছেন রানা-জামাল ভুইয়ারা। অনুশীলন শেষে শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ জেমি। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সোমবার সকালে ওমানের উদ্দ্যেশে পেস্ননে চড়ে বাংলাদেশ দল। রাতে সেখানে পৌঁছে যায়। তবে আগের দিন যাত্রাপথে বিমান বিভ্রাটের আতঙ্ক কাটিয়ে উঠতে না পারায় ওই দিন আর অনুশীলনে নামেনি জাতীয় দলের ফুটবলাররা। বাংলাদেশ থেকে যাওয়ার সময় দলের সঙ্গে ছিলেন না দলের অধিনায়ক জামাল ভুইয়া কোচ জেমি ডে। তবে বাংলাদেশ দল ওমান পৌঁছার পরপরই দলের সঙ্গে যোগ দিয়েছেন এই দুজন। পরিপূর্ণ দল নিয়েই মঙ্গলবার ওমানের ভাউচার স্পোর্টস কমপেস্নক্সে প্রথম অনুশীলন করিয়েছেন জাতীয় দলের কোচ জেমি ডে। যেখানে প্রায় দুই ঘণ্টা ঘাম ঝড়ান মামুনুল-জামাল ভুইয়ারা। প্রথম দিনে দুই ঘণ্টার অনুশীলনের প্রথম এক ঘণ্টা, শিষ্যদের ফিটনেস নিয়ে কাজ করেছেন কোচ। ওমানের শক্তিশালী আক্রমণভাগ রুখে দিতে মূল দায়িত্বটা নিতে হবে গোলরক্ষক আর ডিফেন্ডারদের। বিষয়টি মাথায় রেখে বিশেষ কাজ করা হয়েছে রক্ষণভাগ নিয়েও। টিম বাংলাদেশ আছে ওমানের রেডিসন বস্নু হোটেলে। বুধবার সকালে টিম হোটেলেই জেমি ডে দলের সবাইকে নিয়ে রিকভারি সেশন সম্পন্ন করেন। এরপর বিকালে আবারও ট্রেনিং করান। দলের সবাই সুস্থ আছে এবং ওমানের আবহাওয়াতে ফুটবলাররা ট্রেনিং সেশন উপভোগ করছেন বলে জানিয়েছে বাফুফে। ওমানের তাপমাত্রা দিনের বেলায় প্রায় ৩০-৩৩ ডিগ্রি। যা অনেকটা বাংলাদেশের আবহাওয়ার মতোই। তবে রাতে হঠাৎই তা ২০-২৩ ডিগ্রিতে নেমে যায়। জাতীয় দলের ভারত ম্যাচের পর দলের বেশ কয়েকজন ফুটবলার ব্যস্ত ছিলেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে ম্যাচ খেলাতে। তবে যারা কোনো ক্লাবের হয়ে খেলেননি তারাও কিন্তু কোচ জেমি ডের দেওয়া রুটিন অনুযায়ী ফিটনেস ট্রেনিং করে গেছেন। যার ফল হাতে-হাতেই পাওয়া গেছে। শীষ্যদের ফিটনেসে সন্তুষ্ট হয়ে কোচ জেমি ডে বলেছেন, 'আমাদের প্রথম দিনের অনুশীলনে ছেলেদের ফিটনেসের বর্তমান অবস্থা কেমন সেটি যাচাই করে দেখতে চেষ্টা করেছি। স্বস্তির ব্যাপার হালো ওরা দারুণ অবস্থায় আছে।' বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে গ্রম্নপ 'ই'তে বাংলাদেশ খেলছে ওমান, আফগানিস্তান, ভারত ও স্বাগতিক কাতারের বিপক্ষে। গ্রম্নপের তিন ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে বাংলাদেশ। গত অক্টোবরে কাতারের বিপক্ষে দেশের মাটিতে লড়াই করে ২-০ গোলে হারার পর কলকাতায় ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। এই দুই ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে শক্তিধর ওমানের বিপক্ষে তাদের মাটিতেই লড়াই করবে বাংলাদেশের ছেলেরা। তার আগে ৯ নভেম্বর সেখানে স্থানীয় একটি দলের সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।র্ যাংকিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে ১০০ ধাপ এগিয়ে ওমান (৮৪)। এই দলের বিপক্ষে লড়াই করার দৃঢ় মানসিকতা খেলোয়াড়দের। প্রতিপক্ষের শক্তির কথাটা মাথায় আছে কোচ জেমি ডে'রও। এ প্রসঙ্গে এই কোচ বলেছেন,'প্রতিপক্ষ হিসেবে ওমান অবশ্যই শক্তিধর দল। সেটি আমাদের মাথায় আছে। আমি সেভাবেই ওদের প্রস্তুত করছি।'