ওয়ানডেতেও চার ইনিংস চান শচিন

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক ক্রিকেটের সূচনালগ্ন থেকেই ওয়ানডেতে হয়ে আসছে দুই ইনিংসে। কিন্তু এই ফরম্যাট থেকে সরে আসতে মত দিয়েছেন শচিন টেন্ডুলকার। ৫০ ওভারের ক্রিকেটে আরও জনপ্রিয় করতে সাবেক এই কিংবদন্তির চাওয়া চার ইনিংসের ম্যাচ। ২৫ ওভার করে মোট চার ইনিংসে হোক ভবিষ্যতের ওয়ানডে- এমনটাই চাইছেন তিনি। ওয়ানডে ক্রিকেটকে চার ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছেন শচিন। ২৫ ওভার করে মোট চার ইনিংসে হোক ভবিষ্যতের ওয়ানডে। এই বিষয় প্রসঙ্গে তিনি বলেন, 'আমার মনে হয়, সবার আগে ওয়ানডে ক্রিকেটের দিকে নজর দেওয়া উচিত। ভবিষ্যতে ৫০ ওভারের এক একটা ইনিংসকে দুটো ভাগে ভাগ করে দেওয়া উচিত। ২৫ ওভার করে থাকুক দুটি ইনিংস। অর্থাৎ, দুই দল মিলিয়ে মোট চারটি ইনিংস খেলবে। এই ধরনের ছোট ছোট ভাবে ওয়ানডে ফরম্যাট ভাঙলে ম্যাচে যেমন অভিনবত্ব থাকবে, তেমন দর্শকরাও এটা পছন্দ করবে। ফলে ক্রিকেটের আকর্ষণ বাড়বে। আমার মনে হলে, এটা হলে একটু বড় ফরম্যাট দেখার আগ্রহ বাড়বে সাধারণ দর্শকদের মধ্যে।' প্রথম ২৫ ওভারে একটা দল ব্যাট করল। পরের ২৫ ওভার অন্য দল সেই টার্গেট চেজ করবে। এরপর প্রথম দল প্রথম ইনিংস যেখানে শেষ করেছিল, সেখান থেকেই শুরু হবে পরের ইনিংস।