শেষ ষোলোয় পিএসজি-জুভেন্টাস

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক উয়েফা চ্যাম্পিয়নস লিগে এবার গ্যালাতাসারাকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তরুণ ফরোয়ার্ড রদ্রিগোর হ্যাটট্রিকে তুর্কির ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জিনেদিন জিদানের দল। একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও জুভেন্টাস। সেই সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখও। মাউরো ইকার্দির একমাত্র লক্ষ্যভেদে ক্লাব ব্রম্নগেকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। আর অ্যারন রামসে ও ডগলাস কস্তার লক্ষ্যভেদে লোকোমোটিভ মস্কোকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রর্বাতো লেভানদোভস্কি ও ইভান পেরিসিচের লক্ষ্যভেদে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। সান্তিয়াগো বার্নাবু্যতে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চতুর্থ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো। ইউরোপের শীর্ষ মঞ্চে প্রথম গোল করার কিছুক্ষণ পরই দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মার্সেলোর ক্রস থেকে সপ্তম মিনিটে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্রম্নততম জোড়া গোলের রেকর্ড গড়েন রদ্রিগো। এতেও ক্ষান্ত হয়নি রিয়াল। ১৩ মিনিটে তিন গোলে এগিয়ে যায় স্বাগতিকরা, সার্জিও রামোসের পেনাল্টি থেকে। বিরতিতে যাওয়ার আগে করিম বেনজমা লক্ষ্যভেদ করেন রদ্রিগোর দারুণ অ্যাসিস্টে। ৮১ মিনিটে দ্বিতীয় গোল করে চ্যাম্নিন্স লিগে রিয়ালের জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ফরাসি ফরোয়ার্ড। রিয়াল গ্রেট আলফ্রেদো দি স্তেফানোকে পেছনে ফেলে টুর্নামেন্টে স্প্যানিশ ক্লাবটির তৃতীয় শীর্ষ গোলদাতার আসনে বসেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বার্নাবু্যতে অভিষেকের রাতটা নিজের করে নেন রদ্রিগো। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। বেনজেমার সঙ্গে ওয়ান-টু পাসে রাউলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েন রদ্রিগো। 'এ' গ্রম্নপের প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া রিয়াল চতুর্থ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। এদিকে মাউরো ইকার্দির ২১ মিনিটের লক্ষ্যভেদে ক্লাব ব্রম্নগেকে ১-০ গোলে হারিয়ে এই গ্রম্নপ থেকে নকআউটের টিকিট কেটেছে পিএসজি। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। পরের ম্যাচে রিয়ালের মাঠে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা। অপরদিকে বদলি খেলোয়াড় ডগলাস কস্তার চমৎকার গোলে শেষ মুহূর্তে জয় পেয়েছে জুভেন্টাস। ২-১ গোলে তারা জিতেছে লোকোমোটিভ মস্কোর মাঠে। এই জয়ে ২ ম্যাচ হাতে রেখে 'ডি' গ্রম্নপ থেকে শেষ ষোলোতে জুভরা। ক্রিশ্চিয়ানো রোনালদোর শক্তিশালী ফ্রি কিক লোকোমোতিভ গোলকিপার গুইলেরমে বল পা দিয়ে আটকাতে পারেননি, তাতে গোললাইনের সামনে থেকে চতুর্থ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন অ্যারন রামসে। ৮ মিনিট পর স্বাগতিকরা সমতায় ফেরে। অ্যালেকসেই মিরানচুক তার হেড পোস্টে লাগলে ফিরতি শটে গোল করেন তিনি। ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিল। তবে গনসালো হিগুয়েনের সঙ্গে ওয়ান-টু পাসে চমৎকার গোলে জয় নিশ্চিত করেন কস্তা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। একই রাতে বায়ার লেভারকুসেনের মাঠে ২-১ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে স্প্যানিশ জায়ান্টরা। অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে 'বি' গ্রম্নপ থেকে শেষ ষোলোতে উঠেছে বায়ার্ন। ৬৯ মিনিটে রবার্ট লেভানদোভস্কি ও ৮৯ মিনিটে ইভান পেরিসিচ করেন গোল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সন হিউং মিনের জোড়া গোলে টটেনহাম হটস্পার ৪-০ গোলে হারিয়েছে রেড স্টার বেলগ্রেডকে, ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এগিয়ে থেকেও ১০ জনের ম্যানচেস্টার সিটি হোঁচট খেয়েছে আটালান্টার মাঠে। 'সি' গ্রম্নপের শীর্ষে থাকলেও ১-১ গোলের এই ড্রয়ে শেষ ষোলোর জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে সিটিজেনদের।