সাইফের নতুন কোচ মালদ্বীপের নিজাম

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন নিয়েই প্রতিবার দল গঠন করে সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু ভালো দল গড়েও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা হয়নি কোনো বারই। পেশাদার লিগে পদচারণা গত কয়েকটি মৌসুম ধরেই। কিন্তু গত মৌসুমেও চতুর্থ স্থানে থেকেই লিগ শেষ করেছে ক্লাবটি। এবার আরও ভালো কিছুর লক্ষ্যেই মালদ্বীপের মোহাম্মদ নিজামকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে চুক্তিতে সই করেছেন ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী। ৪৫ বছর বয়সি মোহাম্মদ নিজাম খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেন ২০০৮ সালে। এর পর কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০১৭ সালে চট্টগ্রামের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়ন টিসি স্পোর্টসের কোচ ছিলেন নিজাম। সাইফ স্পোর্টিং ক্লাব গত মৌসুমে কোচ নিয়োগ দিয়েছিল ইংল্যান্ডের ম্যাককিনজেকে। কিন্তু যে শিরোপার জন্য দল গড়া। সেই শিরোপা থেকে বেশ নিচের সারিতে থেকেই লিগ শেষ করতে হয়েছিল তার অধীনে। এবার দক্ষিণ এশিয়ার কোচের ওপরই আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ।