আরামবাগ ছাড়ছেন মারুফুল!

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
একেএম মারুফুল হক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবারো শিরোপা জয়ের লক্ষ্যে দল গড়তে যাচ্ছে চট্টগ্রাম আবাহনী। ফুটবল পাড়ায় গুঞ্জন দীর্ঘ দুই বছর আরামবাগ ক্রীড়া সংঘের দায়িত্বে থাকা কোচ একেএম মারুফুল হককে আসন্ন মৌসুমে দেখা যাবে চট্টগ্রাম আবাহনীর ডাগ আউটে। সদ্য শেষ হওয়া শেখ কামাল ক্লাব কাপে দলটির কোচের দায়িত্ব পালন করা মারুফুল হকও জানালেন এ ধরনের একটি প্রস্তাব পেয়েছেন চট্টলার ক্লাবটি থেকে। আর ক্লাবের সেক্রেটারি শাকিল মাহমুদ চৌধুরী জানালেন কাগজে কলমে চুক্তি না হলেও তাদের ডাগ আউটে দেখা যাবে মারুফুলকে সেটা অনেকটাই নিশ্চিত। শেখ কামাল ক্লাব কাপে খন্ডকালীন কোচের দায়িত্ব পালন করে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন কোচ মারুফুল হক। শেষ পর্যন্ত শিরোপা জেতা না হলেও রানার্স আপ হয়েছে চট্টলার ক্লাবটি। আর সেই সাফল্যের পর থেকেই ফুটবল অঙ্গনে জোড় গুঞ্জন নতুন মৌসুমে এই ক্লাবটিতেই স্থায়ী হতে যাচ্ছেন দেশের অন্যতম হাইপ্রোফাইল এই কোচ। দল বদলে ভালোমানের ফুটবলারের সঙ্গে ডাগ আউটে হাইপ্রোফাইল কোচদের লড়াইটাও জমে উঠেছে বলাই যায়। অনিশ্চয়তা ঝেরে আসন্ন ফুটবল মৌসুমকে কেন্দ্র করে আবারও সরব হতে শুরু করেছে ক্লাবপাড়া। অধিকাংশ ক্লাব গুছিয়েও ফেলেছে দল। কিন্তু অনিশ্চয়তা কাটেনি আরামবাগ ক্রীড়া সংঘের। অথচ এই ক্লাবে খেলেই সাধারণ ফুটবলার থেকে জাতীয় দলের তারকা হয়েছেন সুফিল, রবিউল, আরিফরা। ছোট দলের বড় তারকা ছিলেন মারুফুল হক। স্বপ্নও দেখেছিলেন। তার শতভাগ না হোক, বাস্তবায়নও করেছিলেন অনেকটাই। তবে হঠাৎই স্বপ্নভঙ্গ। আরামবাগের সঙ্গে দুই মৌসুমের সম্পর্ক ছিন্ন করছেন মারুফুল সেটা এখন অনেকটাই নিশ্চিত। চট্টগ্রাম আবাহনীর সেক্রেটারি শাকিল মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেছেন, 'তার (মারুফুল) সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী মৌসুমে তিনি আমাদের দলের দায়িত্বে থাকবেন সেটা অনেকটাই নিশ্চিত। তবে যেহেতু কাগজে কলমে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি তাই তিনিই আমাদের কোচ হচ্ছেন সেটা এখনই বলা যাচ্ছে না।' আরামবাগ ছাড়া এবং চট্টগ্রাম আবাহনীতে যোগদানের প্রসঙ্গে মারুফুল হকের সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন, 'ওই রকম কিছু এখনো চূড়ান্ত হয়নি। এ রকম একটি প্রস্তাব আছে। আরামবাগে এখনো কিছু ফুটবলার আছে। তারা বিভিন্ন দলে না যাওয়া পর্যন্ত আমি কোথাও যেতে পারছি না।' যদিও শাকিল মাহমুদের কথাতে সেটা অনেকটাই স্পষ্ট যে মারুফুলই দায়িত্ব নিতে যাচ্ছেন চট্টগ্রাম আবাহনীর। আসন্ন মৌসুমে দল গঠনে কতটা এগিয়েছে চট্টলার ক্লাবটি? জানতে চাইলে শাকিল মাহমুদ বলেছেন, 'এখনো পুরোপুরি দল গোছানো হয়নি। আমরা কোচের (মারুফুলের) উপর দায়িত্ব দিয়েছি তার পছন্দ অনুযায়ী ফুটবলার নিতে। শেখ কামাল ক্লাব কাপে যে ক'জন বিদেশি আমাদের ক্লাবে খেলেছে তাদের বিষয়েও ভাবা হচ্ছে। সেখান থেকে যোগ-বিয়োগ হতে পারে।' আসন্ন মৌসুমে কি আবারও দাপুটে চট্টগ্রাম আবাহনীকেই তাহলে দেখা যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে চট্টলার সেক্রেটারি বলেছেন, 'আসলে বাফুফের বর্তমান কমিটির বিভিন্ন অব্যবস্থাপনায় আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। সেই ২০১৫ সাল থেকেই আমরা শিরোপা লড়াই করতে গিয়ে পাতানো খেলাসহ বিভিন্ন রকম অনিয়মের শিকার হয়েছি। তাই বর্তমান কমিটিকে এখনো বিশ্বাস করতে পারি না। তারপরও চট্টগ্রাম আবাহনী চেষ্টা করে সব সময়ই শিরোপা জয়ের জন্য দল গড়তে। এবারো এর ব্যতিক্রম হবে না।'