দিবালার নৈপুণ্যে শীর্ষে জুভেন্টাস

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক গেল অক্টোবরের স্মৃতি যেন রোববার ফের ফিরিয়ে আনলেন পাওলো দিবালা। ইউরোপ সেরার মঞ্চে লোকোমোতিভ মস্কোর বিপক্ষে পিছিয়ে পড়ার পর তার দুই মিনিটে করা দুই গোলে সেবার জয় পেয়েছিল জুভেন্টাস। এবার সিরি 'আ'-তে ঠিক সেটাই করে নায়ক বনে গেলেন এ আর্জেন্টিনা ফরোয়ার্ড। তার নৈপুণ্যেই এসি মিলানকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে তুরিনের ক্লাবটি। জুভেন্টাস স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাতে সিরি 'আ'-এর ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখেছিল জুভেন্টাস। সে সুবাদে শুরুতেই এগিয়ে যাওয়ায় ভালো সুযোগও তৈরি করেছিল দলটি। কিন্তু গঞ্জালো হিগুয়েন নেন লক্ষ্যভ্রষ্ট শট। স্বাভাবিকভাবেই স্বাগতিক সমর্থকরা হন হতাশ। এ সুযোগে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণে মনোযোগ দেয় মিলান। প্রথমার্ধের তুলনামূলক ভালো সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোলমুখে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট হেড করেন পোলিশ ফরোয়ার্ড পিয়াতেক। এরপর ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকেতার হেড দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন ইউভেন্তুস গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। বিরতির পর মাঠে নামার মিনিট দশ পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে জুভেন্টাস কোচ নামান দিবালাকে। এ আর্জেন্টিনা ফরোয়ার্ড কোচের আস্থার প্রতিদান দিতে খুব একটা সময় নেননি। ৭৭তম মিনিটে গোল এনে দেন তিনি। হিগুয়েনের দারুণ পাস পেয়ে প্রথম টোকায় ডি-বক্সে বাড়িয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ক্লাবটি। দিবালাকে নামানোর পর স্টেডিয়াম ছাড়তে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ বাঁশির তিন মিনিট আগেই স্টেডিয়াম ছাড়েন সিআর সেভেন। মাঠ ছাড়ার সময় চরম ক্ষুব্ধ দেখায় রোনালদোকে। কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায় তাকে। সারিকে লক্ষ্য করে কিছু একটা বলতে বলতে ড্রেসিংরুমের দিকে চলে যান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। স্কাই ইতালিয়া বলছে, পেস্নয়ার বেঞ্চ থেকে প্রথমে ড্রেসিংরুমে যান রোনালদো। পরে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ছাড়েন স্টেডিয়ামও। তবে কোচ সারি বলেছেন, রোনালদো ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়েছেন কি না সেটা তিনি জানেন না। সারি প্রশ্ন করে বলেন, 'এটা তার সতীর্থদের প্রতি অসম্মান? আমি জানি না। যদি এটি সত্য হয় যে তিনি ম্যাচ শেষের আগে চলে গেছেন, তবে তার সতীর্থদের সাথে এই সমস্যার সমাধান করা উচিত।' ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল জুভেন্টাস। দুইয়ে নেমে গেছে ইন্টার। তৃতীয় স্থানে থাকা লাৎসিওর পয়েন্ট ২৪। মিলান ১৩ পয়েন্ট নিয়ে আছে চতুর্দশ স্থানে।