লিভারপুলের জয়রথ চলছেই

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোববার গোল করার পর লিভারপুলের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল। সে ধারাবাহিকতায় রোববার বাংলাদেশ সময় রাতে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও দাপুটে জয় তুলে নিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হয়েছে অলরেডদের। অ্যানফিল্ডে রোববার ৩-১ গোলে জেতে লিভারপুল। বিরতির আগে দলটিকে এগিয়ে দেন ফাবিনিয়ো ও মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে মানের গোলের পর ব্যবধান কমান বের্নার্দো সিলভা। লিভারপুলের মাঠে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সিটি। সে সুবাদে দুটি দারুণ সুযোগও পেয়েছিল দলটি এগিয়ে যেতে। কিন্তু পারেনি তারা। তবে ভুল করেনি স্বাগতিকরা। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলের মিডফিল্ডার ফাবিনিয়ো। সাত মিনিট পর অ্যান্ড্রু রবার্টসনের দারুণ এক ক্রসে হেডে জাল খুঁজে নেন সালাহ। ২৮তম মিনিটে অবশ্য ব্যবধান কমাতে পারত সিটি। আনহেলিনোর শট ভার্জিল ভন ডাইকের হাঁটুতে লেগে বাইরের পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে মানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রসে হেড করে বল জালে জড়ান দূরের পোস্টে থাকা সেনেগালের এই ফরোয়ার্ড। সিটির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো বলে হাত ছোঁয়ালেও থামাতে পারেননি। ৩ গোলে পেছনে পড়ার পর ম্যাচ থেকে এমনিতেই ছিটকে পড়েছিল সিটি। তারপরও দলটি ম্যাচের ৭৮তম মিনিটে ব্যবধান কমায়। ডি-বক্সের ভেতর থেকে আনহেলিনোর আড়াআড়ি পাস পেয়ে নিখুঁত শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন বের্নার্দো সিলভা। এরপর শত চেষ্টা করেও আর একবার লিভারপুলের জাল খুঁজে নিতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। যে কারণে লিগে টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার অনন্য নজির গড়ল লিভারপুল।