সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঘুচল না ১৭ বছরের আক্ষেপ ক্রীড়া প্রতিবেদক এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলেছিল ২০০২ সালে। প্রায় ১৭ বছরের না পাওয়ার আক্ষেপ ঘোচাতে পারলেন না বাংলাদেশের যুবারা। বাছাই পর্বে গ্রম্নপে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষেও হেরে তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে এবার বাংলাদেশের মূল পর্বের মিশনটা শুরু হয় গত ৬ নভেম্বর 'ই' গ্রম্নপের স্বাগতিক দল বাহরাইনের বিপক্ষে। প্রথম ম্যাচেই ৩-০ গোলের হারে চ্যালেঞ্জের মুখে পড়ে যায় লাল-সবুজের ছেলেরা। যে কারণে ১৭ বছরের আক্ষেপ ঘোচানোর রেসে টিকে থাকতে পরের দুই ম্যাচে প্রয়োজন ছিল জয়ের। দ্বিতীয় ম্যাচে নিজেদের থেকের্ যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা জর্ডানের যুবদলের সঙ্গে লড়াই করে ১-১ গোলের ড্র করে স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল তারা। রোববার নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে বড় জয়টা যেমন জরুরি ছিল। তেমনি গ্রম্নপের অন্য দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। ওই ম্যাচে জয় তো পেলেনই না। উল্টো এগিয়ে গিয়েও ইনজুরি টাইমে এক গোল হজম করে বিস্ময়করভাবে হার নিয়ে মাঠ ছেড়েছেন। ইমার্জিং এশিয়া কাপে টাইগারদের দল ঘোষণা ক্রীড়া প্রতিবেদক আসন্ন ইমার্জিং এশিয়া কাপ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলের নেতৃত্ব থাকবে নাজমুল হোসেন শান্তর কাঁধে। রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। এই স্কোয়াডে সুযোগ পাওয়া বেশির ভাগই জাতীয় দল এবং এইচপি দলের খেলোয়াড়। বর্তমানে ভারতে সিরিজ খেলতে ব্যস্ত থাকা সৌম্য, নাঈম শেখ, আফিফ হোসেন ও আমিনুল ইসলাম বিপস্নব এই দলে সুযোগ পেয়েছেন। আগামী ১৪-২৩ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে এই আসর। গ্রম্নপ 'এ'তে লড়াই করবে শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। গ্রম্নপ 'বি'তে লড়াই করবে বাংলাদেশ, ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের গ্রম্নপ পর্বের খেলাগুলো হবে কক্সবাজার ও বিকেএসপিতে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২০ ও ২১ নভেম্বর হবে সেমিফাইনাল। ২৩ নভেম্বর হবে ফাইনাল। বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপস্নব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মেহেদী হাসান। ৬ দল নিয়েই বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রীড়া প্রতিবেদক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপের পরবর্তী আসরটি হতে যাচ্ছে ৬টি দল নিয়ে। ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তবে ২১ নভেম্বর টুর্নামেন্টটি আয়োজন সম্ভব হবে কি না এ বিষয়ে এখনই কিছু নিশ্চিত করে জানায়নি বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বর্তমানে ব্যস্ত ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের প্রস্তুতি নিয়ে। অন্যদিকে বাফুফে প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপের পরবর্তী টুর্নামেন্ট আয়োজন করতে। প্রথমে চার দলের টুর্নামেন্ট করা হবে বলে ঠিক হলেও পরে জাতির পিতার নামে এ টুর্নামেন্টে মাত্র ৪ দল নিয়ে সমালোচনার তীরও ছুটেছে বাফুফের দিকে। যে কারণে আয়োজকরা সিদ্ধান্ত নেয় গত আসরের মতো ৬ দল নিয়ে টুর্নামেন্ট করার। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগও শুরু করে দেয় বাফুফে। অবশেষে তারা পেয়ে গেছে গোল্ডকাপের পরবর্তী ৬টি দল। নাম প্রকাশ না করলেও বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, 'আমাদের হাতে বর্তমানে ছয়টির অধিক জাতীয় দল আছে। যারা বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে আগ্রহ দেখিয়েছে।