স্পিন সামলাতে ম্যাকেঞ্জির টোটকা

সাকিব-তামিমকে নিয়ে ভাবছে না বাংলাদেশ: মোহাম্মদ মিঠুন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মোহাম্মদ মিঠুন
অধিনায়ক মুমিনুল হক নেটে ব্যাট করছিলেন স্পিনারদের বিপক্ষে। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি তখন উইকেটকিপারের ভূমিকায়। কয়েকটা শট শুধরে দিলেন। খানিক আগে মাহমুদউলস্নাহ যখন ব্যাট করছেন, তখন আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে ম্যাকেঞ্জি। প্রতিটা শটের পরই আসছিল কোচের নির্দেশনা। সকালে নেটে লম্বা সময় কাটানো মুশফিকুর রহিমকে অনুশীলনের সময় শেষ হওয়ার পরও দেখা গেল আবার নেটে, সঙ্গী ওই ম্যাকেঞ্জিই। লম্বা আলোচনার পর পর একেকটি শট। ইন্দোরে বাংলাদেশ দলের অনুশীলনে ব্যাটসম্যানদের নিয়ে ম্যাকেঞ্জিকে পাওয়া গেল এমন নিবিড়ভাবে সম্পৃক্ত ভূমিকায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরুর অপেক্ষায় টাইগাররা। ১৪ নভেম্বর ইন্দোরের যে মাঠে খেলতে নামবে দুই দল সেখানেই মঙ্গলবার অনুশীলন করলেন মুমিনুল হকরা। ঘাম ঝরালেন মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ হলকার স্টেডিয়ামে। এমনিতে ওয়ানডে আর টি২০তে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আছেন ম্যাকেঞ্জি। তার কোচিংয়ের ধরন বেশ পছন্দ দলের ক্রিকেটারদের। কিন্তু পারিবারিক কারণে সব সংস্করণের কোচ হতে রাজি হন না এই দক্ষিণ আফ্রিকান। এবার বিসিবির অনুরোধে ভারত সফরের প্রথম টেস্টে অবশ্য থাকতে রাজি হয়েছিলেন, তবে বিসিবি চায়, কলকাতায় গোলাপি বলের টেস্টেও দলের সঙ্গে কাজ করুন ম্যাকেঞ্জি। কলকাতায় দিবারাত্রির ম্যাচে কাজ করবেন কি না তা এখনো চূড়ান্ত নয়, কিন্তু ইন্দোর টেস্টে ব্যাটসম্যানরা পুরোদমে পাচ্ছেন ম্যাকেঞ্জির টোটকা। মঙ্গলবার হোল্কার স্টেডিয়ামে এক নেটে পেসাররা ঝালিয়েছেন নিজেদের। আরেক নেট ছিল ম্যাকেঞ্জির দখলে। সেখানে পালা ধরে কয়েকজন ব্যাটসম্যানকে স্পিন বলের তালিম দিয়েছেন তিনি। অনুশীলন শেষে মোহাম্মদ মিঠুন জানালেন, এদিন প্রতিপক্ষের স্পিন বিষ সামলানো নিয়েই মূলত কাজ করেছেন তারা, 'আমরা সবাই জানি, ওদের দল (ভারত) কত শক্তিশালী। বিশেষ করে, ওদের স্পিনের বিপক্ষে কীভাবে ব্যাটিং করব, সেটা নিয়ে বেশি ভাবছি। পেস বোলারদের চেয়ে ওদের স্পিনারদের সামলানো বেশি কঠিন হবে, এমনটা অনুভব করছি। কারণ প্রথম এক-দুই দিন ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকে। তৃতীয় দিন থেকে স্পিনারদের সহায়তা থাকে। সেটা কীভাবে সামলাতে পারি এর জন্য টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে কাজ করছি আমরা।' মিঠুন জানিয়ে রাখলেন, 'শুধু এই সিরিজ নয়, আমার জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। যখনই সুযোগ পাই চেষ্টা করি সেরাটা দেওয়ার। সবসময় নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করি, যাতে সুযোগ পেলেই কাজে লাগাতে পারি।' ভারত সফরের শুরু থেকেই সংবাদ সম্মেলনে একই প্রশ্ন-সাকিব আল হাসান-তামিম ইকবাল নেই, দলের শক্তি কী কমল? তাদের কি মিস করছেন? -এমন প্রশ্নের ইতি টানতে চাইছে বাংলাদেশ দল। মোহাম্মদ মিঠুনের কাছেও সেই প্রশ্নটাই ধেয়ে গেল। ভারতীয়রাও সাকিব-তামিম প্রসঙ্গে প্রশ্ন ছুড়লেন। নিষেধাজ্ঞার কারণে এক বছরের জন্য দলের বাইরে এখন সাকিব আল হাসান। অধিনায়কের পাশাপাশি দলটাতে নেই আরেক অভিজ্ঞ ক্রিকেট তারকা তামিম ইকবাল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে আছেন এই ওপেনার। এই দুই তারকাকে ছাড়া কেমন করবে বাংলাদেশ? ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাঠে টাইগাররা সাফল্য পাবে তো? সোজা ব্যাটেই খেললেন মিঠুন, 'দেখুন, তারা দুজন আমাদের দেশের সেরা খেলোয়াড়। অবশ্যই আমরা তাদের অনেক মিস করছি। তাদের অভিজ্ঞতা কাজে লাগত। যেহেতু তারা নেই, তাই এটা নিয়ে না ভেবে যারা আছি তারাই কীভাবে ভালো করতে পারি সেটাই ভাবছি।'